• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্লিভলেস সাদা ইনার আর ডেনিমে ধরা দিলেন হট অভিনেত্রী সানি লিওন, মুহূর্তে ভাইরাল ছবি

বলি সেলেব সানি লিওনের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলোয়ারের সংখ্যা ছুঁয়েছে প্রায় ৪.১৪ কোটি! সম্প্রতি সানির একটি ক্যাজুয়াল ছবিতে লাইকের সংখ্যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। প্রায় ১২ হাজার কমেন্ট ও ১২ লক্ষ লাইকের সমাগমে ইতিমধ্যেই চর্চায় বলি অভিনেত্রীর ছবিটি। সাদা টেবিল ল্যাম্পের পাশে সাদা ভেস্ট ও রাগড ডেনিম পরিহিতা সানিকে লাগছে অপরূপ, সঙ্গে খোলা চুলে মোহময়ী লুকে যথেষ্ট আবেদনময়ী লেগেছে বলিতারকাকে।

হুপ কানের দুল ও অল্প মেকআপে সানির ছবিটি যে অনবদ্য, তা বলাই বাহুল্য। ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার পর ছবিটিতে ভিড় বেড়েছে ভক্তদের। জর্জিয়া আন্দ্রিয়ানি স্বয়ং সানির প্রশংসা করে লিখেছেন, “অত্যন্ত সুন্দর”।

রুপোলি পর্দায় শেষবার সানি লিওনকে দেখা গিয়েছিল ‘মোতিচুর চাকনাচুর’ সিনেমায় নওয়াজউদ্দিন ও আথিয়া শেট্টির সঙ্গে একটি বিশেষ দৃশ্যে। সূত্রের খবর, বর্তমানে সানির পরবর্তী কাজ হিসেবে রয়েছে দক্ষিণী ছবি ‘রঙ্গিলা’ ও ‘ভিরামাদেবী’। যদিও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মুখ বলেই পরিচিত সানি। নিজের পরিবার, স্বামী ও সন্তানদের সঙ্গে নিয়মিত ছবি ছাড়েন তিনি। সম্প্রতি হ্যালউইন উৎসব উপলক্ষে পরিবারের সাথে রঙবেরঙের জামা পড়ে ইনস্টাগ্রামে ছবি আপলোড করেছিলেন সানি।

৬ মাস আগে করোনা আতঙ্ক থেকে গা বাঁচাতে সপরিবারে লস অ্যাঞ্জেলসের বাড়িতে গিয়ে ওঠেন সানি। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গেও সানি ছবি দেন ইনস্টাগ্রামে। এ বিষয়ে একটি পোস্ট সানি লেখেন যে, “এরকম পরিস্থিতিতে আমার মাও তাঁর সন্তানদের অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য লস অ্যাঞ্জেলসে চলে যেতেন। শুভ মাতৃদিবসের শুভেচ্ছা সকলকে। সকলেই খুশি থাকুন, সুস্থ থাকুন।”

 

View this post on Instagram

 

Mood!!! ?

A post shared by Sunny Leone (@sunnyleone) on Nov 8, 2020 at 7:26am PST

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥