দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষে প্রেক্ষাগৃহে রিলিজ করেছে ‘গদর ২’ (Gadar 2)। সানি দেওলের (Sunny Deol) এই সিনেমা ঘিরে শুরু থেকেই দর্শকদের ক্রেজ ছিল দেখার মতো। রিলিজের পর তা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। রোজ বক্স অফিসে (Box Office) কোনও না কোনও রেকর্ড (Record) ভাঙছে এই সিনেমা। দ্বিতীয় সপ্তাহান্তে রেকর্ড ব্রেকিং আয় করে যেমন ব্লকবাস্টার ৫টি ছবিকে পিছনে ফেলে দিয়েছে ‘গদর ২’। সেই সঙ্গেই সানির ছবির মুকুটে জুড়েছে আরও একটি পালক।
কেজিএফ ২ (KGF 2)- ব্লকবাস্টার এই দক্ষিণী সিনেমা গোটা বিশ্বে প্রায় ১২০০ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় সপ্তাহে এই ছবির আয় ছিল ৫২.৪৯ কোটি টাকা। সম্প্রতি সানি দেওলের সিনেমা ‘কেজিএফ ২’কে পিছনে ফেলে দিয়েছে।
সঞ্জু (Sanju)- বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’র নাম রয়েছে চতুর্থ স্থানে। সুপারহিট এই ছবি দ্বিতীয় সপ্তাহে ৬২.৯৭ কোটি টাকা আয় করেছিল। তবে এই আয়ও যথেষ্ট নয়। ‘সঞ্জু’কেও টপকে গিয়েছে ‘গদর ২’।
পাঠান (Pathaan)- চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি হল ‘পাঠান’। দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর এই ছবির হাত ধরে কামব্যাক করেছিলেন সুপারস্টার শাহরুখ খান। দ্বিতীয় সপ্তাহে ‘পাঠান’র বক্স অফিস কালেকশন ছিল ৬৩.৫০ কোটি টাকা। সম্প্রতি শাহরুখের ছবিকে টপকে গিয়েছে সানির সিনেমা।
দঙ্গল (Dangal)- ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের ছবিও ‘গদর ২’র সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছে। রিলিজের পরের সপ্তাহে ‘দঙ্গল’র বক্স অফিস কালেকশন ছিল ৭৩.৭০ কোটি টাকা। সানি সিনেমা সেই গণ্ডিও টপকে গিয়েছে।
বাহুবলী ২ (Baahubali 2)- ‘গদর ২’ রিলিজের আগে অবধি দ্বিতীয় সপ্তাহে সবচেয়ে বেশি আয় করার শিরোপা ছিল ‘বাহুবলী ২’র দখলে। তবে সম্প্রতি সেই রেকর্ড ভেঙে দেয় সানি দেওলের ছবি।
প্রভাসের ছবি দ্বিতীয় সপ্তাহে ৮০.৭৫ কোটি টাকা আয় করেছিল। তবে সানির সিনেমা সব রেকর্ড ভেঙে দ্বিতীয় সপ্তাহে ৯০.৪৭ কোটি টাকা কামিয়েছে। সেই সঙ্গেই দ্বিতীয় সপ্তাহে সবচেয়ে বেশি ব্যবসা করা ছবির শিরোপাও দখল করে নিয়েছে।