• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলার জামাই হবে সানি দেওলের ছেলে, প্রকাশ্যে হবু বৌমার ছবি সহ আসল পরিচয়

শীঘ্রই বলিউড (Bollywood) অভিনেতা সানি দেওলের (Sunny Deol) বড় ছেলে করণ দেওল (Karan Deol) তাঁর দীর্ঘদিনের প্রেমিকা দ্রিশা আচার্যের (Drisha Acharya) সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাকবিবাহ নানান আচার অনুষ্ঠান। গোটা দেওল পরিবার এই মুহূর্তে খুশির জোয়ারে ভাসছে। সোমবার থেকে শুরু হয়েছে করণ-দ্রিশার বিয়ের তিন দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান।

গতকাল আয়োজিত হয়েছিল করণ এবং দ্রিশার রোকা অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিল দেওল এবং আচার্য পরিবারের একাধিক সদস্যরা। মন খুলে আনন্দ করতে দেখা যায় তাঁদের। বড় ছেলের বিয়ে উপলক্ষ্যে প্রাণ খুলে নাচতে দেওয়া যায় সানিকে। কালো প্যান্ট, শার্ট এবং বুট জুতো পরে জমিয়ে পাঞ্জবি গানের সঙ্গে নাচতে দেখা যায় ‘গদর’ অভিনেতাকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

   

Sunny Deol and Karan Deol, Karan Deol wedding

সানিরা পাঞ্জাবি হলেও, করণের হবু স্ত্রী দ্রিশা কিন্তু একজন বাঙালি মেয়ে। বাংলার সঙ্গে তাঁর গভীর যোগ রয়েছে। স্বনামধন্য বাঙালি পরিচালক বিমল রায়ের নাতনির মেয়ে হলেন দ্রিশা। বিমল রায়ের কন্যা রিঙ্কির মেয়ে হলেন চিম্মু ভট্টাচার্য। সেই চিম্মুর কন্যার সঙ্গেই ছেলের বিয়ে দিচ্ছেন সানি।

Karan Deol and Drisha Acharya, Drisha Acharya unknown facts

প্রখ্যাত পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী হলেও দ্রিশার সঙ্গে বিনোদন দুনিয়ার কোনও সরাসরি যোগাযোগ নেই। তিনি দুবাইয়ের একটি ট্র্যাভেল এজেন্সিতে চাকরি করেন। বিয়ের অনুষ্ঠানের জন্য আপাতত মুম্বই এসেছেন দ্রিশা। জানা গিয়েছে, করণের সঙ্গে তাঁর খুব ছোটবেলার বন্ধুত্ব। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। শীঘ্রই এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা।

Karan Deol and Drisha Acharya, Drisha Acharya unknown facts

প্রসঙ্গত, সানির ছেলে করণ সিনেপ্রেমী মানুষদের কাছে বেশ পরিচিত মুখ। ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। এরপর ২০১৯ সালে ‘পল পল দিল কে পাস’ সিনেমার হাত ধরে অভিনেতা হিসেবে বলিউড পথচলা শুরু করেন তিনি। শীঘ্রই ‘আপনে ২’ ছবিতে দেখা যাবে করণকে।

এই সিনেমায় করণের সঙ্গে তাঁর দাদু ধর্মেন্দ্র, বাবা সানি এবং কাকা ববিকে দেখা যাবে। শীঘ্রই প্রেক্ষাগৃহে রিলিজ করতে চলেছে ‘আপনে ২’। তবে আপাতত কাজ নয়, বরং বিয়ের নানান আচার অনুষ্ঠান চুটিয়ে উপভোগ করছেন সানির ছেলে। বিয়ে হয়ে যাওয়ার পর ফের কাজে ফিরবেন করণ।

site