• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাগের মাথায় ছিঁড়ে দিয়েছিলেন প্যান্ট, ১৬ বছর শাহরুখের সাথে কথাও বলেননি সানি দেওল!

Published on:

Sunny Deol once ripped his pant while angry with Shahrukh Khan

বলিউডের (Bollywood) ইতিহাসের আইকনিক সিনেমাগুলির তালিকা যদি প্রস্তুত করা হয় তাহলে সেখানে অবশ্যই নাম থাকবে শাহরুখ খান (Shah Rukh Khan) সানি দেওল (Sunny Deol) অভিনীত ‘ডর’ ছবিটির। যশ রাজ প্রোডাকশনের ব্যানারে তৈরি এই ছবি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসের সেরা ছবিগুলির মধ্যে একটি। নায়ক নয়, বরং এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন ‘বাদশা’ শাহরুখ। অপরদিকে নায়ক হলেও সেই অর্থে দর্শকদের ভালোবাসা পাননি সানি।

স্বাভাবিকভাবেই নায়ক হওয়া সত্ত্বেও দর্শকদের ভালোবাসা না পাওয়ায় খানিক কষ্ট পেয়েছিলেন ধর্মেন্দ্র পুত্র। এরপর একাধিক সাক্ষাৎকারে সেই বিষয়ে মুখও খুলেছিলেন অভিনেতা। হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে যেমন তিনি বলেছিলে, ‘দর্শকরা আমায় ভালোবেসেছিলেন, তাঁরা শাহরুখ খানকেও ভালোবেসেছিলেন। তবে ছবিটি নিয়ে আমার একমাত্র সমস্যা ছিল, সেখানে ভিলেনকে নায়ক হিসেবে দেখানো হয়েছে। আমি সবসময় খোলা মনে বিশ্বাস করে ছবিতে কাজ করি’।

Sunny Deol and Shah Rukh Khan

এরপরই নাম না করে শাহরুখকে একহাত নেন সানি। অভিনেতা বলেন, ‘আমি বিশ্বাসের সঙ্গে কাজ করতে পছন্দ করি। কিন্তু দুর্ভাগ্যবশত, আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যারা এভাবে কাজ করায় বিশ্বাসী নন। হয়তো এভাবেই স্টারডম পেতে চান ওনারা। আমি আর কোনও দিন যশ চোপড়ার সঙ্গে কাজ করব না। উনি নিজের কথা রাখেন না। উনি আমার বিশ্বাস ভেঙেছেন’।

অনেকেই হয়তো জানেন, শাহরুখ যখন ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছেন, সেই সময় সানি বড় সুপারস্টার হয়ে গিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই ‘ডর’ ছবিতে তাঁর চেয়ে বেশি শাহরুখের চরিত্রটি ভালোবাসা পাওয়ায় খানিক রেগেই গিয়েছিলেন ধর্মেন্দ্র পুত্র। একবার তাঁর সেই রাগ এতটাই বেড়ে গিয়েছিল যে প্যান্ট অবধি ছিঁড়ে দিয়েছিলেন তিনি।

Sunny Deol and Shah Rukh Khan

‘আপ কি আদালত’এ গিয়ে ‘ডর’ ছবির সময় যশ চোপড়ার সঙ্গে তাঁর মতানৈক্যের স্মৃতিচারণা করেছিলেন সানি। সেই সময়ই অভিনেতা বলেন, ‘সেই দৃশ্যটি (ডরের ক্লাইম্যাক্স দৃশ্য) নিয়ে যশ চোপড়ার সঙ্গে আমার তর্কাতর্কি হয়েছিল। আমি বোঝানোর চেষ্টা করছিলাম ছবিতে আমি একজন কম্যান্ডো। আমার চরিত্র এক্সপার্ট এবং ফিট। কী করে এই ছেলেটা (শাহরুখের চরিত্র) আমার এত সহজে মারতে পারে? আমি ওঁর দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই ও যদি আমায় মারে, তাহলে তো আমায় কম্যান্ডো বলাই যাবে না’।

সানি এতকিছু বললেও যশ নাকি সেসব কথায় কর্ণপাত করেননি। আর তাতেই রেগে গিয়ে প্যান্ট ছিঁড়ে দেন অভিনেতা। স্মৃতিচারণা করতে গিয়ে অভিনেতা বলেন, ‘আমি রেগে গিয়ে নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে নিয়েছিলাম। কিন্তু রাগের বশে আমি খেয়ালই করিনি যে প্যান্ট ছিঁড়ে ফেলেছি’।

Sunny Deol and Shah Rukh Khan

বিভিন্ন সংবাদমাধ্য়মে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘ডর’ ছবির সেটে হওয়া এই ঘটনা ঘটার পর থেকে সানি দেওল যশ চোপড়া এবং শাহরুখ খানের সঙ্গে কাজ না করার প্রতিজ্ঞা নিয়েছিলেন। এমনকি কিং খানের সঙ্গে ১৬ বছর কথা অবধি বলেননি তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥