• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোট বেলায় প্রচুর শয়তানি করেছেন সানি দেওল! এমনকি একবার তো মারও খেয়েছেন ধর্মেন্দ্র পাজির হাতে

Published on:

Sunny Deol with father Dharmendra childhood memory সানি দেওল ধর্মেন্দ্র

আশি থেকে নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে সানি দেওয়াল (sunny deol) অন্যতম। সানি নিজের অসাধারণ অভিনয়, ডায়লগ ও অ্যাকশন দক্ষতার সাথে প্রদর্শনের মধ্যে দিয়ে দর্শকের মনে আলাদা জায়গা করে করে নিয়েছেন। হিন্দি সিনেমা জগতে সানি দেওলকে তার বাবার প্রতিচ্ছবি বলা হয়। কারণ উভয়ই  চেহারা ও প্রকৃতিতে প্রায় একই রকম। সানি দেওয়াল হলেন এক বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র দেওয়ালের (dharmendra deol) পুত্র।

সানি দেওয়াল এর ভাই ববি দেওয়ালও (boby deol) হিন্দি সিনেমা জগতের সাথে যুক্ত। তিনিও একজন সফল অভিনেতা। এই বাবা ও দুই ছেলের জুটি খুব জনপ্রিয়। এই জুটিকে দুটি সিনেমার সিরিজে একত্রে দেখা গিয়েছিলো। এই ত্রয়ী জুটি, পিতা-পুত্র জুটি একত্রে দেখা গিয়েছিলো ‘আপন’ ও ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ সিনেমায়। দর্শক নজরে খুবই জনপ্রিয় এই জুটি।

Sunny Deol with father Dharmendra childhood memory সানি দেওল ধর্মেন্দ্র

সানি দেওয়াল বিশেষত অ্যাকশন হিরো হিসাবেই বলিউড এ জনপ্রিয়। তবে, ছবিতে ভিলেনদের মেরে শুইয়ে দিলেও একবার বাবার কাছে জব্দ হয়েছিলেন অভিনেতা। ছোটবেলায় সানি বেশ বদমাইশ ছিলেন। যার কারণে তিনি বাবার হাতে প্রচন্ড মার খেয়েছিলেন। একটি সাক্ষাৎকারে ধর্মেন্দ্র নিজে সানির ছোটবেলায় অত্যধিক বদমাইশি করার গল্প বলেছিলেন। আর সাথে এমন এক ঘটনা তিনি দর্শকের সাথে ভাগ করে নিয়েছিলেন যে, সানিকে ছোটবেলায় একবার ধর্মেন্দ্র একটি খেলনা বন্দুক উপহার দিয়েছিলেন। বন্দুকটি সানির খুব পছন্দ হয় আর সে সেই বন্দুকটি নিয়ে এদিক সেদিক গুলি চালাতে থাকে। একজন প্রতিবেশীর বাড়ির জানালার কাঁচ ভেঙে যায় সেই খেলনা বন্দুকের গুলির আঘাতে।

Sunny Deol with father Dharmendra childhood memory সানি দেওল ধর্মেন্দ্র

একটার পর একটা কাঁচ ভেঙে যাচ্ছে দেখেও যখন সানি নিজের খেলা না থামিয়ে নিজের খেলায় মত্ত হয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে অনিষ্ট করে যাচ্ছিলো তখন ধর্মেন্দ্র আর নিজের ক্রোধ সংবরণ করতে পারেননা আর তিনি তখন সানিকে সপাটে গালে কষিয়ে এমন একটা চড় বসান যেই চড় সানির গালে পাঁচ আঙুলের দাগ ফেলে দেয়। বাবার কাছে চড় খেয়ে সানি শান্ত হন। নিজের রাগ কমলে ধর্মেন্দ্রও ছেলেকে মারার জন্য দুঃখ পান। সানি ও ববি ধর্মেন্দ্রর দুই নয়নের মনি। একজন অভিনেতার ডান হাত ও আরেকজন বাম হাত।

Sunny Deol with father Dharmendra childhood memory সানি দেওল ধর্মেন্দ্র

পিতা-পুত্রের মধ্যে এক গভীর বন্ধুত্বের সম্পর্ক বর্তমান। তাদের সেই বন্ধুত্বপূর্ণ, মজাদার, জনপ্রিয়তা আবার খুব শীঘ্রই পর্দায় ফিরতে চলেছে। খুব শীঘ্রই ‘আপন ২’ চলচ্চিত্রে এই অভিনেতা পিতা-পুত্রের ত্রয়ী জুটিকে দেখা যাবে। দর্শক খুবই  আগ্রহের সাথে এই জুটিকে আবারো পর্দায় দেখতে উৎসুক ভাবে অপেক্ষমান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥