• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৬০ বছরেও ঝড়ে পড়ছে গ্ল্যামার! অজয়, অক্ষয়দের মতো নন, কখনও তামাক ছুঁয়েও দেখেননি সুনীল শেট্টি

সুনীল শেট্টি,গুটখা,তামাক,Sunil shetty,gutkha,tobacco,Bollywood

বলিউড তারকা সুনীল শেট্টি (Sunil shetty) তার চলচ্চিত্র এবং অভিনয়ের জন্য পরিচিত। বলিউডের অ্যাকশন সিনে ‘আন্না’ ওরফে সুনীলের পারফরম্যান্স চিরকাল প্রশংসনীয়। এমনকি কমেডি সিনেও দর্শকদের মন ভরিয়ে দিয়েছেন অভিনেতা। আজ আর আলাদা করে তাই তার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। বলিউডের অন্যতম ধনীদের তালিকায় প্রথম দিকেই উঠে আসে তার নাম। তার স্ত্রী মানা শেট্টির সম্পত্তির পরিমাণ এতটাই যে তাকে ‘লেডি আম্বানি’ বলে ডাকা হয়।

সুতরাং বলাই বাহুল্য যে জীবনের প্রায় সর্বক্ষেত্রেই তিনি সফল। বিতর্কের খুব একটা ধারেকাছে তিনি থাকেন না। তাই তাকে নিয়ে ভুলভাল কিছু রটলে তিনি কাউকে ছেড়েও কথা বলেন না৷ সম্প্রতি এক নেটনাগরিককে উত্তম মধ্যম দিলেন সুনীল শেট্টি।

Sunil Shetty সুনীল শেট্টি

আসলে না বুঝেই তাকে ‘গুটখা কিং’ বলে বসেছিলেন এক নেটনাগরিক। আর তাতেই রেগে লাল সুনীল শেট্টি। ব্যাপারটা হল, দিন কয়েক আগেই পান মশলার বিজ্ঞাপন নিয়ে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। মুখ পুড়েছিল শাহরুখ, অক্ষয়, অজয় দেবগণের। তখনই এক নেটিজেন পানমশলা সংক্রান্ত একটি বিজ্ঞাপনে ট্যাগ করেন সুনীলকে। যদিও সেটা ভুল করে।

Sunil Shetty সুনীল শেট্টি

অজয় দেবগণকে ট্যাগ করতে গিয়েই তাকে ট্যাগ করে ফেলেছিলেন ওই নেটিজেন। এই ব্যাপারটা প্রকাশ্যে আসতেই সুনীল তাকে ধমক দিয়ে বলেন, ‘ভাই তুই নিজের চশমা ঠিক করে পড়। নয়তো বদলে ফেল।’ পরে যদিও ওই নেট নাগরিক ক্ষমা চেয়ে নেন। এই প্রসঙ্গেই সুনীল সেদিন জানিয়েছিলেন, মদ, তামাক কিছুই ছুঁয়ে দেখেন না তিনি।ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই হয়, কিন্তু সেসব থেকে নিজেকে দূরেই রাখেন তিনি। তবে সাধুপুরুষ ও তিনি নন। তাঁর কথায়, “আমি ভালও নই, আমি সাধুও নই। আমারো অনেক খুঁত আছে। তাই আমি এসব বিষয়ে মন্তব‍্য করতে চাই না।”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥