• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা টেলিভিশনে প্রথমবার, ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে সুনীল শেট্টি, নিমেষে ভাইরাল ভিডিও

সিরিয়ালের পাশাপাশি বিনোদন জগতে ইদানিং বাড়ছে নিত্যনতুন রিয়ালিটি শোয়ের জনপ্রিয়তা। ইসমার্ট শেষ হতেই সম্প্রতি স্টার জলসার পর্দায় নতুন করে জায়গা নিতে চলেছে ‘ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩’ (Dance Dance Season 3)। পরপর দু-দুটো সিজন রমরমিয়ে চলার পর এসে গিয়েছে এই নাচের রিয়ালিটি শোয়ের তৃতীয় সিজন।

প্রসঙ্গত এবারের শোতে রয়েছে একাধিক চমক। শোতে বিচারকের (Judge) আসনে রয়েছেন বাংলার সুপারস্টার দেব অধিকারী (Dev Adhikary), মনামী ঘোষ (Monami Ghosh) এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Moitra)। এই শোতেই প্রথমবার ছোট পর্দায় একসাথে জুটি বেঁধে কাজ করেছেন দেব রুক্মিণী। বাচ্চাদের নিয়ে তৈরী এই নাচের শোতে অংশগ্রহণ করেছেন সারা দেশের নানান প্রান্তের একাধিক প্রতিযোগী।

   

ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩,Dance Dance Season 3,সুনীল শেট্টি,Sunil Shetty,ভাইরাল,Viral,প্রমো,Promo

গত সপ্তাহেই দেখা গিয়েছে এই শোয়ের প্রতিযোগীদের মেন্টর হিসেবে থাকছেন বাংলা টেলিভিশিন জগতের তিনজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। রয়েছেন ছোট পর্দার গুনগুন অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha), খুকুমণি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Deepanwita Rakhit) এবং গঙ্গারাম অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose)। রয়েছেন শোয়ের দুজন ক্ষুদে সঞ্চালক সঞ্চালিকা সৌম্যদীপ্ত সাহা এবং উদিতা মুন্সী।

ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩,Dance Dance Season 3,সুনীল শেট্টি,Sunil Shetty,ভাইরাল,Viral,প্রমো,Promo

তবে এখানেই শেষ নয়, চমক রয়েছে আরও। এবছর এই শোয়ে থাকছেন আরো এক নতুন নন ফিকশনাল চরিত্র ‘ভাসান বাপ্পি’ (Vasan Bappi)। সম্প্রতি চ্যানেলের তরফে এই শোয়ের একটি প্রমো (Promo) শেয়ার করা হয়েছিল। যা ভাইরাল (Viral) হয়েছে ঝড়ের বেগে। সেখানে দেখা গিয়েছে এই শোয়ে অতিথি বিচারক হয়ে  আসবেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। এছাড়া এই প্রোমোতেই দেখা যাচ্ছে শোয়ের দুই বিচারক অর্থাৎ দুই টলি অভিনেত্রী মনামি এবং রুক্মিনীর সাথে কোমর দোলাচ্ছেন সুনীল শেট্টি (Sunil Shetty)।

ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩,Dance Dance Season 3,সুনীল শেট্টি,Sunil Shetty,ভাইরাল,Viral,প্রমো,Promo

প্রসঙ্গত এই প্রথম নয়, ডান্স ডান্স জুনিয়র এর মঞ্চে ইতিপূর্বে আগেও এসেছেন বলিউড অভিনেতা অভিনেত্রীরা। গত সিজনের গ্রান্ড ফিনালেতেই এসেছিলেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডিসুজা থেকে শুরু করে সানি লিওনি এবং হেলেনের মতো সেলিব্রেটিরা।  শুধু তাই নয়, এই শোতে এসেছিলেন উর্মিলা মাথুরকার রবিনা ট্যান্ডন-এর মত একাধিক সেলিব্রেটি অভিনেত্রীরা।
তবে সম্প্রতি প্রকাশ্যে আসা সুনীল শেট্টি স্পেশাল পর্বের প্রোমোতে দেবের করা একটি মন্তব্যে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং। একজন প্রতিযোগির নাচ দেখে দেব বলে উঠছেন ভারতীয় টেলিভিশনে নাকি এই প্রথম। এমন না এমন নাচ তিনি নাকি আগে কখনও দেখেননি। এই কথা শুনেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক হাসাহাসি। একজন  বলছেন দেব বোধ হয় হিন্দি রিয়েলিটি শো গুলো কোনোদিন দেখেননি, তাই এমন মন্তব্য করছেন।