• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বাপ বাপ হোতা হ্যায়’! বলিউডকে অযোগ্য বলায় মহেশ বাবুকে ধুয়ে দিলেন ‘মাচো ম্যান’ সুনীল শেট্টি

বলিউড অভিনেতা অজয় দেবগন (Ajay Devgan) এবং দক্ষিণী সুপারস্টার কিচ্চা সুদীপের (Kicha Sudeep) মধ্যে হিন্দি ভাষা নিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল তা যেন থামার নামই নিচ্ছে না কিছুতেই। বলিউড (Bollywood) বনাম সাউথ ইন্ডাস্ট্রির (South Industry) এই অলিখিত লড়াইয়ে একের পর এক মন্তব্য পাল্টা মন্তব্যে উভয় ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে ঠান্ডা লড়াই অব্যাহত।

এদিন দেশব্যাপী বিরাট সাফল্য পেয়ে চলেছে একের পর এক দক্ষিণী সিনেমা। এই তালিকায় রয়েছে গতবছরের শেষে মুক্তি প্রাপ্ত আল্লু অর্জুন অভিনেত্রী পুষ্পা দ্য রাইজ থেকে শুরু করে রাজামৌলি পরিচালিত আর আর আর, এবং অতিসম্প্রতি মুক্তি প্রাপ্ত যশ অভিনেত্রী কেজিএফ চ্যাপ্টার ২। উপরের এই প্রত্যেকটি সিনেমাই দেশব্যাপী বিরাট সাফল্যের পাশাপাশি হিন্দি বলয়েও পেয়েছে বিরাট সাফল্য।

   

অজয় দেবগন,Ajay Devgan,কিচ্চা সুদীপ,Kicha Sudeep,বলিউড,Bollywood,সাউথ ইন্ডাস্ট্রি,South Industry,সুনীল শেট্টি,Suniel Shetty
আর সাউথের সিনেমার এই আকাশছোঁয়া সাফল্যের ফলে এখন স্বভাবতই বাজার গরম দক্ষিণী সুপারস্টারদের।বলিউড থেকে ডাক আসছে অভিনয়েরও। কিন্তু বলিউডে অভিনয়ের বিন্দু মাত্র ইচ্ছা প্রকাশ না করেই সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে কার্যত বোমা ফাটিয়েছেন সাউথের সুপারস্টার মহেশ বাবু (Mahesh Babu)। অভিনেতার দাবি ‘বলিউডের আমাকে দিয়ে কাজ করানোর ক্ষমতা নেই। সেই জন্যই আমি সময় নষ্টও করতে চাই না’। বলিউড প্রসঙ্গে অভিনেতার এহেন মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে চারদিকে।

অজয় দেবগন,Ajay Devgan,কিচ্চা সুদীপ,Kicha Sudeep,বলিউড,Bollywood,সাউথ ইন্ডাস্ট্রি,South Industry,সুনীল শেট্টি,Suniel Shetty
মহেশ বাবুর এই বিস্ফোরক মন্তব্যের পর বলিউড বনাম সাউথ ইন্ডাস্ট্রির এই বিতর্ক প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছিলেন বলিউডের মাচো ম্যান সুনীল শেট্টি (Suniel Shetty)। তিনি মনে করেন বলিউড এবং সাউথ ইন্ডাস্ট্রির মধ্যে এই বিরোধ আসলে সোশ্যাল মিডিয়া তৈরি করেছে।সুনীল শেট্টির কথায়, ‘আমরা ভারতীয়। আমার মনে হয় আজকাল ওটিটি প্ল্যাটফর্মের কারণে দর্শক উপলব্ধি করেছেন ভাষা নয় কনটেন্টটাই আসল।’সেইসাথে অভিনেতা জানান তিনি নিজেও সাউথ থেকে এসেছেন, কিন্তু তার কর্মক্ষেত্র মুম্বাই, তাই তিনি নিজে একজন ‘মুম্বাইকার’।

অজয় দেবগন,Ajay Devgan,কিচ্চা সুদীপ,Kicha Sudeep,বলিউড,Bollywood,সাউথ ইন্ডাস্ট্রি,South Industry,সুনীল শেট্টি,Suniel Shetty

আসলে দর্শকরা নিজেরাই ঠিক করে নেন তারা কোন সিনেমা দেখবেন, তবে সুনীল শেট্টি মনে করেন এখনকার বলিউড সিনেমায় হিরোইজম ব্যাপারটাই উধাও। তাই দর্শকদের পছন্দকে গুরুত্ব দিয়ে সিনেমার কনটেন্ট তৈরি করতে হবে। তবে সবশেষে বলিউডের পক্ষ নিয়ে নাম না করেই মহেশ বাবুকে পাল্টা জবাব দিয়ে এদিন সুনীল শেট্টি বলেন “ভারতকে চিনতে হলে বলিউডের নায়ককে তো চিনতেই হবে। সিনেমা হোক বা ওটিটি, ‘বাপ বাপ হোতা হ্যায়’ পরিবারের বাকি সদস্যরা পরিবারের সদস্যই থাকবে।”

site