বাংলা লোকসঙ্গীত নিয়ে বলিউডে (Bollywood) বহু গান তৈরি হয়েছে। কয়েক বছর আগেই যেমন ‘বড়লোকের বেটি’ গানটিকে ব্যবহার করে ‘গেন্দা ফুল’ গানটি এনেছিলেন বাদশা। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে। এবার বাংলার জনপ্রিয় লোকসঙ্গীত ‘সুন্দরী কমলা’র (Sundori Komola) হিন্দি ভার্সন ‘দোতারা’ (Dotara) নিয়ে হাজির হলেন গায়ক জুবিন নটিয়াল (Jubin Nautiyal)। এই মিউজিক ভিডিওয় রয়েছেন বঙ্গ তনয়া মৌনী রায় (Mouni Roy)।
মৌনী এমন একজন অভিনেত্রী যিনি নিজের অভিনয় দক্ষতার জোরে বলিউডে স্থান করে নিয়েছেন। এই বাঙালি কন্যের কেরিয়ার শুরু হয়েছিল টেলিভিশনের হাত ধরে। বহু জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা। তবে মৌনীর ভাগ্য ঘুরে যায় ‘নাগিন’এ অভিনয়ের পর। এরপর তাঁর সামনে খুলে যায় বলিউডের দরজা। সেই বাঙালি নায়িকাকেই দেখা যাচ্ছে ‘সুন্দরী কমলা’র হিন্দি ভার্সন ‘দোতারা’য়।
সদ্য মুক্তি পেয়েছে জুবিন-মৌনীর ‘দোতারা’। গানটি গেয়েছেন জুবিন নটিয়াল এবং পায়েল দেব। এই গানে পুরোদস্তুর লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন ‘নাগিন’ নায়িকা মৌনী। মিউজিক ভিডিওয় নজর কেড়েছে গায়ক জুবিনের সঙ্গে তাঁর উষ্ণ রসায়ন। বলাই বাহুল্য, তা দেখে ধুকপুকানি বেড়ে গিয়েছে দর্শকদের।
তবে জুবিন-মৌনীর এই নতুন গানের সঙ্গে অনেকে আবার বাদশা-জ্যাকলিনের ‘গেন্দা ফুল’ গানের বেশ মিল খুঁজে পেয়েছেন। পাশাপাশি শুরু হয়েছে বিতর্কও। ‘গেন্দা ফুল’ রিলিজের পর অনেকেই দাবি তুলেছিলেন, সেই গানের আসল স্রষ্টা যিনি তাঁকে যেন তাঁর প্রাপ্য সম্মান দেওয়া হয়। ‘দোতারা’ রিলিজের পরেও একই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে।
ইতিমধ্যেই জুবিন-মৌনীর গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গিয়েছে। ‘দোতারা’ গানটি এবং এই গানটির বাংলার সঙ্গে যোগ নিয়ে উত্তাল নেটপাড়া। এবার এটাই দেখার, জুবিন এবং পায়েলের গাওয়া এই নতুন গান বাঙালি দর্শকদের মনে স্থান করতে পারে কিনা।
প্রসঙ্গত উল্লেখ্য, বঙ্গ তনয়া মৌনী এখন বলিউডের বেশ পরিচিত মুখ হয়ে গিয়েছেন। রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত সুপারহিট ছবি ‘ব্রহ্মাস্ত্র’য় খলনায়িকা জুনুনের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা এবং প্রশংসা পেয়েছেন তিনি। এই মুহূর্তে মৌনীকে বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এর বিচারক হিসেবে দেখা যাচ্ছে।