• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রবিবার দুপুরে হয়ে যাক মাংসের নতুনত্ব রান্না, রইল বাড়িতে দারুন টেস্টি বাটার চিকেন তৈরির রেসিপি

সারাবছর একঘেয়ে চিকেন খেতে কারোরই ভালো লাগে না। মাঝে মধ্যে চেনা খাবারেও একটু স্বাদ বদলের প্রয়োজন পরে। এই যেমন রবিবার মানেই বাঙালি বাড়িতে মাংস রান্না হয়। তবে প্রতিবার কি আর একঘেয়ে আলু আর মাংসের কারি খেতে ভালো লাগে! মাঝে মধ্যে একটি নতুনত্ব এলে মন্দ হয় না। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাড়িতেই দারুন টেস্টি বাটার চিকেন তৈরির রেসিপি (Butter Chicken Recipe)।

Butter Chicken Recipe

   

বাটার চিকেন তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণঃ 

  • চিকেন
  • আদা বাটা, রসুন বাটা,
  • টক দই
  • পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি,
  • কাসৌরি মেথি
  • ভাঙা কাজু, চার মগজ
  • গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, বড় এলাচ, ছোট এলাচ, জয়িত্রি ফুল
  • শুকনো লঙ্কা
  • বাটার
  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো,
  • ফ্রেশ ক্রিম
  • পরিমাণ মত নুন, সামান্য চিনি স্বাদের জন্য

বাটার চিকেন তৈরির পদ্ধতিঃ 

  • প্রথমেই চিকেন একটু বড় মাপের টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে।
  • চিকেন ধোয়া হয়ে গেলে সেগুলোকে আদা  রসুন বাটা, টক দই, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে।

butter chicken,butter chicken recipe,chicken recipe,sunday special recipe,বাটার চিকেন,বাটার চিকেন রেসিপি,চিকেনের রেসিপি,মাংস রান্না,রবিবার স্পেশাল,রান্নাবান্না

  • ম্যারিনেট হওয়ার সময়েই গ্রেভি তৈরী এগিয়ে রাখতে হবে। এর জন্য কড়ায় এক চামচ বাটার নিয়ে তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি দিতে হবে।

butter chicken,butter chicken recipe,chicken recipe,sunday special recipe,বাটার চিকেন,বাটার চিকেন রেসিপি,চিকেনের রেসিপি,মাংস রান্না,রবিবার স্পেশাল,রান্নাবান্না

  • সাথে পরিমাণ মত কাসৌরি মেথি, ভাঙা কাজু, চার মগজ, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, বড় এলাচ, ছোট এলাচ, জয়িত্রি ফুল ও  শুকনো লঙ্কা ওপরিমাণ মত নুন দিয়েভালো করে ২ মিনিট মত ভেজে নিয়ে তাতে দেড়কাপ মতজল দিয়ে সেটাকে ঢাকা দিয়ে মিনিট ৫ মত সেদ্ধ করতে হবে।

butter chicken,butter chicken recipe,chicken recipe,sunday special recipe,বাটার চিকেন,বাটার চিকেন রেসিপি,চিকেনের রেসিপি,মাংস রান্না,রবিবার স্পেশাল,রান্নাবান্না

  • এদিকে অন্য একটা কড়ায় কিছুটা বাটার নিয়ে ম্যারিনেট হওয়া চিকেন কড়ায় দিয়ে আঁচ বাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।  ভাজা হয়ে গেলে তাতে ম্যারিনেট করার বাকি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে ৭-৮ মিনিট মত কম আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ মত হতে দিতে হবে। (আলাদা করে জল দিতে হবে না চিকেন থেকেই জল বেরোবে)

butter chicken,butter chicken recipe,chicken recipe,sunday special recipe,বাটার চিকেন,বাটার চিকেন রেসিপি,চিকেনের রেসিপি,মাংস রান্না,রবিবার স্পেশাল,রান্নাবান্না

  • এদিকে গ্রেভির মশলা ৫ মিনিট সেদ্ধ করার পর ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে সেই মশলা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে।
  • পেস্ট তৈরী হয়ে গেলে ছাঁকনির সাহায্যে গ্রেভির মশলা ছেঁকে নিতে হবে। তারপর কড়ায় গ্রেভি মশলা নিয়ে তাতে পরিমাণ মত হলুদ গুলো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একদম কম আঁচে ফুটতে দিতে হবে।

butter chicken,butter chicken recipe,chicken recipe,sunday special recipe,বাটার চিকেন,বাটার চিকেন রেসিপি,চিকেনের রেসিপি,মাংস রান্না,রবিবার স্পেশাল,রান্নাবান্না

  • এবার ভেজে সেদ্ধ করে নেওয়া চিকেনের টুকরো গ্রেভিতে দিয়ে দিন ও সাথে চিকেন তৈরির তেলটাও গ্রেভিতে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ৫ মিনিট মত রান্না করত হবে।

butter chicken,butter chicken recipe,chicken recipe,sunday special recipe,বাটার চিকেন,বাটার চিকেন রেসিপি,চিকেনের রেসিপি,মাংস রান্না,রবিবার স্পেশাল,রান্নাবান্না

  • এরপর ঢাকনা খুলে পরিমাণ মত নুন, সামান্য চিনি ও কিছুটা ফ্রেশ ক্রিম যোগ করে মিনিট ২-৩ নেড়েচেড়ে নিন। এরপর ২ মিনিট মত ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিন আর গরম গরম পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের বাটার চিকেন।