• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গাঁটছড়ায় নতুন টুইস্ট! খড়ির সাহায্যে আবারও ফিরছে সাংবাদিক শ্রুতি, সুনন্দাকে দেখে খুশি দর্শকেরা

Updated on:

Sunanda Chakraborty AKA journalist Shruti is back again in Gaatchora

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সবচেয়ে জনপ্রিয় যে ধারাবাহিকগুলি রয়েছে, তার মধ্যে একটি হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন শোলাঙ্কি রায় এবং গৌরব চ্যাটার্জি। ‘গাঁটছড়া’র টিআরপিও বেশ ভালো। এবার সেই জনপ্রিয় ধারাবাহিকেই আসতে চলেছে বড় টুইস্ট!

ইতিমধ্যেই ঋদ্ধি এবং খড়ির সামনে কিয়ারার পর্দা ফাঁস হয়ে গিয়েছে। সিংহরায় জুয়েলার্সের বিরুদ্ধে দত্তদের সঙ্গে ষড়যন্ত্রে যে কিয়ারার একটা ভালো রকমের ভূমিকা রয়েছে তা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন তাঁরা। পাশাপাশি দ্যুতিকে পরিবারের সামনে ছোট করায় রাহুলের ভূমিকা নিয়েও তদন্ত শুরু করেছে খড়ি। দুই মিলিয়ে বেশ জমজমাট ‘গাঁটছড়া’র ট্র্যাক। তবে এবার আরও বড় চমক আসতে চলেছে।

Gaatchora

‘গাঁটছড়া’র চলতি ট্র্যাক দেখেই বেশ বোঝা যাচ্ছে যে, আগামী কয়েকদিনের মধ্যেই পুরো সিংহরায় পরিবারের সামনে রাহুল এবং কিয়ারার মুখোশ খুলতে চলেছেন খড়ি। আর সেই কাজেই এবার তাঁকে এবং দ্যুতিকে সাহায্য করতে চলে এসেছেন সাংবাদিক শ্রুতি (Journalist Shruti)। বহুদিন পর তাঁকে ফের ‘গাঁটছড়া’য় দেখতে পেয়ে খুশি দর্শকরা।

ধারাবাহিকের শুরুর দিকে সাংবাদিক শ্রুতি তথা অভিনেত্রী সুনন্দা চক্রবর্তীকে (Sunanda Chakraborty) বেশ অনেকবারই দেখা গিয়েছিল। তাঁর রূপে মজেছিলেন বহু দর্শক। তবে রাহুলের পর্দা ফাঁস করার পর থেকে আর সুনন্দাকে ‘গাঁটছড়া’য় দেখা যায়নি। দর্শকরা ভেবেছিলেন আর হয়তো এই ধারাবাহিকে তাঁকে দেখা যাবে না।

Sunanda Chakraborty

‘গাঁটছড়া’র পর কালার্স বাংলার নতুন ধারাবাহিক ‘তুমি যে আমার মা’এ নায়কের বোনের ভূমিকায় অভিনয় করছিলেন সুনন্দা। তবে এবার ফের তিনি ‘গাঁটছড়া’ ফিরে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় শ্রুতি রূপে নিজের ছবি শেয়ার করে অনুরাগীদের সেই খবর দিয়েছেন সুনন্দা নিজেই।

Sunanda Chakraborty back in Gaatchora

শ্রুতি হিসেবে নিজের ছবি শেয়ার করে সুনন্দা লিখেছেন, ‘শুধু মাত্র তোমাদের ভালোবাসা আর সহযোগিতায় শ্রুতি আবার ফিরে এলো গাঁটছড়া তে। আজ দেখতে ভুলো না সন্ধ্যে ৭টা স্টার জলসা। তোমাদের সবাইকে খুব ভালোবাসি’। এবার দেখার, খড়ি এবং দ্যুতির সঙ্গে মিলে শ্রুতি কীভাবে রাহুল এবং কিয়ারার পর্দা ফাঁস করে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥