• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ত্বক আরো উজ্জ্বল করতে ব্যবহার করুন মুগডাল ম্যাজিক, দেখে নিন পদ্ধতি

Published on:

Skin Care Mug Dal

গরম কাল আসতেই রূপচর্চা (Beauty Care) নিয়ে বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েন সকলেই। বিশেষত মহিলারা, গরমে সান ট্যান থেকে শুরু করে নানা ধরণের স্কিন প্রবলেম (Skin Problem) দেখা দেয়। যা দূর করতে নানান ঝক্কি পোহাতে হয়। এমনকি অনেকে তো তবে ঔজ্বল্য কমে যাবার ভয়ে বাড়ির বাইরে পর্যন্ত বেড়ানো বন্ধ করে দেন গ্রীষ্মকালে। কিন্তু এবার আর নয়, গরমে ত্বকের যত্ন নিতে দারুন সমস্ত ঘরোয়া টোটকা (Home Remedies) নিয়ে হাজির বংট্রেন্ড।

মুগ ডাল (Mug Dal) আশা করি সকলেই কম বেশি চেনেন। বাড়িতে ভাতের সাথে ডাল হিসাবে মুগ ডাল খেয়েছেন নিশ্চই। এই মুগ ডাল দিয়েই ত্বকের যত্ন নেওয়া সম্ভব। কিভাবে? আসুন দেখে নেওয়া যাক পদ্ধতিঃ

Skin Care Mug Dal

১. আপনার যদি শুষ্ক ত্বকের সমস্যা থাকে তাহলে শুষ্ক ত্বককে নরম ও মসৃণ করতে মুগ ডাল দারুন উপকারী। এর জন্য একটা পাত্রে কাঁচা দুধের মধ্যে মুগ ডাল সারারাত ভিজিয়ে রাখুন। এরপর সেই ডাল আর দুধ মিক্সিতে পেস্ট বানিয়ে ফেসপ্যাক (Facepack) এর মত মুখে ব্যবহার করুন। এরপর ১৫-২০ মিনিট সেটাকে শুকাতে দিন ও শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২-৩ বার করলেই শুষ্ক ত্বকের সমস্যা দূর হয়ে যেতে পারে।

Skin Care Mug Dal

২. গরমে রোদে বেড়ানোর পর বাড়ি ফিরে যদি দেখেন সান ট্যান হয়ে গিয়েছে তাহলেও মুগ ডাল কাজে আসতে পারে। এর জন্য লাগবে অ্যালোভেরা ঠান্ডা দই আর মুগ ডাল। এই তিনটি উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর সেটাকে ফেসপ্যাকের মত ব্যবহার করুন। ১০ মিনিট মত রেখে মুখকে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে অন্ততপক্ষে ২ বার করুন তাহলেই সান ট্যানের হাত থেকে রক্ষা পেতে পারেন।

Skin Care Mug Dal facepack

৩. গ্রীষ্মকালে মুখে ব্রণ সমস্যা! তাহলে মুগডাল দিয়ে স্ক্র্যাব্বিং ফেসপ্যাক বানিয়ে সমস্যার সমাধান করতে পারেন। এরজন্য মুগডাল ও ঘি একত্রে নিয়ে পেস্ট বানাতে হবে। তারপর সেটাকে স্ক্রাবারের মত ব্যবহার করতে  পারেন বা ফেসপ্যাকের মত কিছুক্ষন রেখে দিন। এরপর সেটিকে তুলে ভালো করে মুখ ধুয়ে ফেলুন দেখবেন মুখ একেবারে পরিষ্কার হয়ে গেছে। এভাবে নিয়মিত করলেই ব্রণর সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥