টলিউডের (Tollywood) অভিনেতাদের মধ্যে নায়ক যেমন মনে থাকে তেমনি খলনায়কেরও (Villian) মনে গেঁথে যায়। আর বাংলা সিনেমা দেখেছেন অথচ সুমিত গাঙ্গুলিকে (Sumit Ganguly) চেনেন না বা মনে নেই এমন মানুষ খুঁজলেও পাওয়া মুশকিল। বাংলা ছবির জনপ্রিয় খলনায়কদের মধ্যে অন্যতম তিনি। তিনশোর বেশি বাংলা সিনেমায় দুর্দান্ত ‘ভিলেন’ এর অভিনয় করেছেন তিনি। তবে এবার টলিউডের পরিচালকদের নিয়ে বিস্ফোরক অভিযোগ শোনা গেল অভিনেতার গলায়।
প্রসেনজিৎ, মিঠুন, জিৎ, দেব সহ আরো সমস্ত প্রথম সারির নায়কদের সাথে কাজ করেছেন সুমিত গাঙ্গুলি। শুরুতে চেয়েছিলেন নায়ক হতে, তবে সেই সময় পরিচালক প্রযোজকদের থেকে কেবল অবজ্ঞা, অপমানই জুটেছিল। আজ খলনায়ক হিসাবে পরিচিতি না পেলে হয়তো থিয়েটারের মধ্যে দিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতেন তিনি। সম্প্রতি অভিনেতা টলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কিছু কথা প্রকাশ্যে এনেছেন।
কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিতে নিজের কাজের অবস্থার কথা জানালেন তিনি। তাঁর মত, টলিউডের পরিচালকরা মুখেই আশ্বাস দেন, বাস্তবে কাজ কেউই দেন না। কোনোরকম রাখঢাক না করে সোজা নামও বলে দেন পরিচালকদের। তিনি বলেন, আমি নাম নিয়েই বলছি শিবপ্রসাদ-নন্দিতা দি, কৌশিক গাঙ্গুলিকে গিয়ে হাতজোড় করে বলেছি আমাকে একটা চরিত্র দাও। কোনো টাকা নেবো না, তোমার চাহিদা মত অভিনয় না করতে পারলে সারাদিনের খরচ দিয়ে দেব’।
সুমিতবাবু বলেন, ‘আমি চেয়েছিলাম একটি ভালো চরিত্রে অভিনয় করতে। অভিনয়ের জীবনে কয়েক হাজার স্টেজ শো করেছি। তিনশোর বেশি বাংলা ছবিতেও অভিনয় করেছি। আজ গোটা বাংলার মানুষ আমায় খলনায়ক হিসাবে চেনে। কিন্তু সত্যি বলতে ভালো কিছু চরিত্রে কাজ করতে চাই, সেটা আর পাই না’। তবে নেহাল দত্তের একটি ছবিতে তিনি দুর্দান্ত এক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। তাঁর জন্য তাকে ধন্যবাদ জানান অভিনেতা।
এরপর অভিনেতা আরও জানান, দেব থেকে জিৎ সকলের সাথেই তাঁর এখনও কথা হয় ছবি নিয়ে কথা হয়। এমনকি কিছুদিন আগেই সোহমের একটি ছবির কথা হয়, সেখানে কোনো ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ থাকলে দেখার জন্য বলেছেন তাকে। অর্থাৎ বোঝা যাচ্ছে অভিনয় হয়তো তিনি অনেক ছবিতেই করেছেন, তবে ভালো চরিত্রে অভিনয়ের জন্য আজও মুকিয়ে রয়েছেন সুমিত গাঙ্গুলি।