• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পেট বড় বালাই! লকডাউনে কাজ হারিয়ে মুষড়ে পড়লেন খলনায়ক সুমিত গঙ্গোপাধ্যায়

Published on:

সুমিত গাঙ্গুলী Sumit Ganguly

জীবনে যাই হয়ে যাক, “But he show must go on” বিনোদন জগতের অন্যতম সারকথা এটাই।কিন্তু বিগত প্রায় দেড় বছরের বেশি সময় ধরে করোনার কোপে অনান্য পেশা গুলোর মতোই এক বিরাট ধাক্কা খেয়েছে বিনোদন জগত।কারণ পেট বড় বালাই!আর তাই করোনার কোপে কাজ হারিয়ে কার্যত অথৈ জলে পড়েছেন বিনোদন জগতের একাধিক কলাকুশলী।আর পাঁচজন খেটে খাওয়া সাধারণ মানুষের মতোই দুচোখ ভরা স্বপ্ন আর পেটের খিদে নিয়েই তাঁদেরও প্রতিনিয়ত যুঝতে হচ্ছে কঠিন বাস্তবের সাথে।

তবে কমবেশি সবাই এই একই সমস্যার সম্মুখীন হলেও বেশীরভাগ ক্ষেত্রেই মুখ ফুটে বলে উঠতে পারেন না সকলে।লকডাউনে কাজ হারিয়ে আজ এমনই এক দিশেহারা অবস্থার সম্মুখীন হতে হচ্ছে বাংলা সিনেমা জগতের জনপ্রিয় খলনায়ক সুমিত গঙ্গোপাধ্যায়কেও (Sumit Ganguly)। সিনেমার পর্দায় যাকে ভিলেন হিসাবে দেখেই অভ্যস্ত আমরা আজ সেও বাস্তব জীবনে অসহায়।

সুমিত গাঙ্গুলী Sumit Ganguly

সম্প্রতি এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷তবে সেখানে তিনি শুধু নিজের কথা লেখেননি সেই সাথে নিজের সকল সহ অভিনেতাদের দুর্দশার কথা তুলে ধরেছেন তিনি৷বর্তমান এই কঠিন পরিস্থিতিতে বিনোদন জগতের একজন প্রতিনিধি হিসাবে শিল্পীদের দৈনন্দিন জীবনের হতাশা,দুর্দাশা,মনের কষ্টসহ একাধিক দিক তুলে ধরেছেন অভিনেতা৷

সুমিত গাঙ্গুলী Sumit Ganguly

দীর্ঘ ওই ফেসবুক পোস্টে সাধারণ মানুষের কাছে অভিনেতার অত্যন্ত সহজ সরল প্রশ্ন “মুখে কেউ কিছু বলছি না। কিন্তু আমরা আর কতদিন টানতে পারব জানিনা! মানুষের মনোরঞ্জন করে পেট ভরে আমাদের। তাদের মন খারাপ হলে, সে মন একটু ভাল হয় আমাদের কাজ দেখে। লকডাউনেও আমাদের কাজ দেখে মন হালকা করেছেন গৃহবন্দী প্রায় সবাই।কিন্তু, আমাদের মন?”

সুমিত গাঙ্গুলী Sumit Ganguly

সেইসাথে তাঁর আরও সংযোজন “আসলে, দিন আনি দিন খাই আমরাও। মার্চ থেকে আপনাদের মতই আমাদের কারো রোজগার নেই।শুটিং বন্ধ। “তাই এই অসময়ে সাধারণ মানুষদেরও শিল্পীদের পাশে থাকার অনুরোধ জানিয়ে সুমিত গঙ্গোপাধ্যায় লিখেছেন “অনুরোধ, যদি আপনাদের বাড়িতে বা পাড়ায় এরা ভাড়া থাকেন, সাধ্যমত একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাড়িয়ে দেবেন না!হয়ত আপনার মন খারাপের দিনে, এরাই আপনার মনটা একটু অন্যরকম করে দিয়েছিল। পারলে সেই মন ভাল করিয়ে দেওয়া ইন্ডাস্ট্রির কর্মীদের পাশে থাকুন।”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥