• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমির থেকে রণবীর! বলি তারকাদের গলায় একই Brahmastra’র রিভিউ করলেন সুমেধ, রইল ভাইরাল সেই ভিডিও

Published on:

Sumedh Shinde,Sumedh Shinde Brahmastra review,Bollywood,entertainment,সুমেধ শিন্দে,সুমেধ শিন্দে ব্রহ্মাস্ত্র রিভিউ,বলিউড,বিনোদন

রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) বক্স অফিসে একেবারে ঝড় তুলেছে। মুক্তির পর থেকেই ছবিটির প্রশংসা করেছেন দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক, প্রত্যেকে। রিলিজের পর থেকে দু’সপ্তাহে ১৯৩ কোটি টাকা আয় করে  ফেলেছে এই সিনেমা।

অয়ন মুখার্জি পরিচালিত সিনেমা বক্স অফিসে ঝড় তুললেও, ছবিটি নিয়ে কিন্তু এখনও সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিম, মজার ভিডিও তৈরি হয়েই যাচ্ছে। সম্প্রতি যেমন মিমিক্রি শিল্পী সুমেধ শিন্দে (Sumedh Shinde) বলিউডের বিভিন্ন তারকাদের আওয়াজে ‘ব্রহ্মাস্ত্র’র রিভিউ করেছেন। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।

Brahmastra

সুমেধের শেয়ার করা ভিডিওয় দেখা গিয়েছে, আমির খান থেকে শুরু করে ঋত্বিক রোশন হয়ে রণবীর সিং- বলিপাড়ার একাধিক তারকার স্বর নকল করেছেন তিনি। তালিকায় রয়েছে সোনু নিগমের মতো নামী গায়কের নামও। প্রত্যেকের গলা হুবহু নকল করে নেটিজেনদের একেবারে চমকে দিয়েছেন তিনি।

ভিডিওটি শেয়ার করে সুমেশ ক্যাপশনে লিখেছেন, ‘ব্রহ্মাস্ত্রর বিষয়ে অভিনেতারা কী বলছেন?’ সুমেধের ভিডিওয় দেখা গিয়েছে, কোথাও আমির বলছেন, ‘আমি ‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজি করলে ১৮ বছর সময় লেগে যেত। আবার কোথাও রণবীর সিং বলছেন, ‘রণবীর এবং রণবীরের (কাপুর) মধ্যে শুধুমাত্র একটি ‘ব’এর পার্থক্য রয়েছে। আর সেই ‘ব’ হল ‘ব্রহ্মাস্ত্র’’।

ইতিমধ্যেই টুইটারে ভিডিওটির ৩,৪৩,৩০০ ভিউজ হয়ে গিয়েছে। ১২০০০’এরও বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। একজন যেমন সুমেধের ভিডিওয় কমেন্ট করেছেন, ‘ভাই, আমির খান একেবারে নিখুঁত ছিল’। আর একজন আবার লিখেছেন, ‘প্রত্যেকটিই ভালো ছিল। তবে নিজে একজন পারফর্মার হিসেবে মনে হয়েছে, রণবীরের আওয়াজ সবচেয়ে শক্ত ছিল। গত কয়েক বছর আগে তোমার সেট করা স্ট্যান্ডার্ড থেকেই অনেক এগিয়ে গিয়েছ তুমি’।

Sumedh Shinde

শুধুমাত্র এটুকুই নয়, অনেকে আবার সুমেধের কাছে অজয় দেবগণ, অক্ষয় খান্না, ইমরান হাশমিকে নকল করার অনুরোধও করেছেন। তবে জানিয়ে রাখি, সুমেধ কিন্তু এই প্রথম বলি তারকাদের নকল করছেন না। এর আগেও তিনি রণবীর সিংয়ের নগ্ন ফটশ্যুটের ওপর বলি তারকাদের প্রতিক্রিয়াও নকল করেছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥