বাঙালির বিনোদনের ডেলিডোজ হল মেগা সিরিয়াল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই পছন্দের সিরিয়াল দেখার অপেক্ষায় হাপিত্যেস করে বসে থাকেন সিরিয়ালপ্রেমী দর্শকরা। দিনে দিনে দর্শকমহলে বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিনিয়ত আসছে নিত্যনতুন সিরিয়াল। আর এখনকার দিনে সিরিয়াল মানেই টিআরপির খেলা।
তাই টিআরপি তালিকায় টিকে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়লেই মুশকিল। একঘেয়ে বস্তাপচা কনসেপ্ট দেখলে কিংবা টিআরপি পড়তে শুরু করলেই বন্ধ করে দেওয়া হচ্ছে সেই সিরিয়াল, তা সে যত জনপ্রিয় সিরিয়ালই হোক না কেন। বর্তমানে বাংলার জনপ্রিয় দুই বিনোদনমূলক চ্যানেল হল জি বাংলা এবং স্টার জলসা। সপ্তাহজুড়ে দর্শকদের বিনোদনে ভরপুর আনন্দ দিতে নিত্যনতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিয়েছে এই দুই বিনোদন মূলক চ্যানেল গুলি।
আসলে দর্শক টানতে মাঝে মধ্যেই সিরিয়ালে গল্পের গরু গাছে উঠতে দেখা যায়। তাই সিরিয়ালেও একঘেয়ে শ্বাশুড়ি বৌমার কুটকচালি কিংবা পরকীয়া অথবা দুচারটে বিয়ে দেখে ক্লান্ত দর্শক। তাই জি বাংলা এবং স্টার জলসার তরফে দর্শকদের মনোরঞ্জন করতে বেশ কিছু ভিন্ন স্বাদের সিরিয়াল হল আনা হয়েছে। যার মধ্যে অন্যতম হল গৌরী এল, উড়ন তুবড়ি, পিলু, এছাড়াও রয়েছে ঘুড্ডি গোধূলি আলাপ, অনুরাগের ছোঁয়া প্রভৃতি।
তবে শুধু স্টার জলসা আর জি বাংলাই নয় রয়েছে আরও দুটি জনপ্রিয় বিনোদন মূলক চ্যানেল। যার মধ্যে অন্যতম হল সান বাংলা এবং কালার্স বাংলা। এই চ্যানেল গুলিতেও শুরু হয়েছে বেশ কিছু নতুন সিরিয়াল। যার মধ্যে অন্যতম হল সাথী,বসন্ত বিলাপ মেসবাড়ি, সোনা রোদের গান, ইত্যাদি।
এরইমধ্যে শোনা যাচ্ছে কালার্স বাংলায় (Colours Bangla) আসছে আরও একটি নতুন সিরিয়াল। যেখানে দেখা যাবে বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় দুই অভিনেতা অভিনেত্রীকে। প্রসঙ্গত কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে জনপ্রিয় মেগা সিরিয়াল করুণাময়ী রানী রাসমণি (Karunamoyi Rani Rashmoni)। ধারাবাহিকে দ্বারিকানাথের চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা সুমন দে (Suman Dey)। অন্যদিকে স্টার জলসার বরণ (Boron) সিরিয়ালে নায়রা (Naira) চরিত্রের অভিনেত্রী প্রিয়া মন্ডলের (Priya Mondal) অভিনয় মন ছূঁয়েছিল দর্শকদের। এবার কালার্স বাংলার মা কেন্দ্রিক নতুন সিরিয়াল ‘তুমি যে আমার মা’ (Tumi J Amar Maa)-তে একসাথে জুটি বাঁধবেন তারা।