• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সঞ্জীব কুমারকে ভালোবেসে রয়ে গেলেন চিরকুমারী! রইল বলিউড অভিনেত্রীর একতরফা প্রেমের অজানা কাহিনী

Published on:

Sulakshana Pandit,Sanjeev Kumar,Sulakshana Pandit Sanjeev Kumar,bollywood,entertainment,সুলক্ষণা পণ্ডিত,সঞ্জীব কুমার,সুলক্ষণা পণ্ডিত সঞ্জীব কুমার,বলিউড,বিনোদন

বলিউডের (Bollywood) নামী অভিনেতা সঞ্জীব কুমার (Sanjeev Kumar) নিজের সময়ের অন্যতম সেরা অভিনেতাদের মধ্যে একজন ছিলেন। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন দর্শকদের ‘নয়নের মণি’। তবে তাঁর সিনেমার মতোই রঙিন ছিল তাঁর ব্যক্তিগত জীবনও। অভিনেতার প্রেমজীবন নিয়ে অনুরাগীদের মধ্যে কম চর্চা হয়নি।

তবে আপনি কি জানেন, সঞ্জীব কুমারকে ভালোবেসে বলিউডের এক নামী নায়িকা চিরকাল অবিবাহিতই থেকে গিয়েছেন। বলিপাড়ার এই সুন্দরী অভিনেত্রী শপথ নিয়েছিলেন, বিয়ে করলে অভিনেতাকেই করবেন, নাহলে করবেন না। আর ঠিক সেই কারণেই সঞ্জীব কুমারকে না পেয়ে চিরকাল কুমারী থেকে গিয়েছেন সেই নায়িকা। এখানে বলিউডের কোন অভিনেত্রীর বিষয়ে কথা হচ্ছে জানেন?

Sanjeev Kumar

সঞ্জীব কুমারের প্রেমে পাগল সেই অভিনেত্রী হলেন, বিজয়েতা পণ্ডিতের বোন সুলক্ষণা পণ্ডিত (Sulakshana Pandit)। ১৯৭৫ সালে সঞ্জীব কুমারের বিপরীতেই ‘উলঝন’ ছবির মাধ্যমে বলিউড ডেবিউ হয়েছিল অভিনেত্রীর। এরপর থেকে কাজ করেছেন বলিপাড়ার বহু নামী অভিনেতার সঙ্গে। সেই তালিকায় নাম রয়েছে জীতেন্দ্র, রাজেশ খান্না, বিনোদ খান্না, শশী কাপুর, শত্রুঘ্ন সিনহার মতো অভিনেতাদের।

Sanjeev Kumar and Sulakshana Pandit

কিন্তু সুলক্ষণা ভালোবেসে ফেলেছিলেন সঞ্জীব কুমারকে। কিন্তু অভিনেতা আগে থেকেই বলি সুন্দরী হেমা মালিনীর প্রেমে পাগল ছিলেন। তিনি হেমাকে দু’বার বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী দু’বারই সেই প্রস্তাব ফিরিয়ে দেন। শোনা যায়, এরপর ডিপ্রেশনে চলে গিয়েছিলেন সঞ্জীব এবং তখনই তিনি ঠিক করেছিলেন, জীবনে কোনোদিন তিনি বিয়ে করবেন না।

Sanjeev Kumar and Hema Malini

অপরদিকে সঞ্জীবের এই শপথের বড় প্রভাব সুলক্ষণার জীবনের ওপরও পড়েছিল। কারণ অভিনেত্রীও ঠিক করে ফেলেছিলেন, বিয়ে করলে তিনি সঞ্জীবকেই করবেন, আর নাহলে কোনোদিন বিয়েই করবেন না। আর ঠিক তাই হয়েছিল।

Sanjeev Kumar and Sulakshana Pandit

প্রসঙ্গত, ১৯৮৫ সালে মাত্র ৪৭ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন সঞ্জীব কুমার। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা। অপরদিকে সঞ্জীব কুমারের ভালোবাসায় এখনও অবিবাহিতই রয়ে গিয়েছেন সুলক্ষণা। একা একাই এখন জীবন কাটাচ্ছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥