টলিউডের সেলেব্রিটি জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী (Raj Chakraborty & Subhashree)। আর রাজ-শুভশ্রী পুত্র হল যুবান। জন্মের পর থেকেই যেন এক নতুন তারকা পেয়েছে নেটপাড়া। সেই তারকা তথা ছোট্ট অতিথি হল যুবান। একরত্তি যুবান জনপ্রিয়তার দিক থেকে শুরু থেকেই এক্কেবারে এগিয়ে রয়েছে। বর্তমানে তার বয়স মাত্র ৭ মাস এরই মধ্যে হাটতে শিখে গেছে খুদে। আর তার নানান ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হলেই ভাইরাল হয়ে পরে নিমেষের মধ্যে।
এতদিন মা-বাবা, দাদু-ঠাম্মার কোলে বেশ দিন কাটছিল ছোট্ট যুবানের। কিন্তু সেই খুশিতে ছেদ পড়েছে বর্তমানে। সম্প্রতি করোনা পসিটিভ হয়েছেন শুভশ্রী। মা হবার পর থেকে ঘরেই থাকতেন অভিনেত্রী, খুব একটা প্রয়োজন ছাড়া বেড়াতেন না। তবে স্বামী রাজ চক্রবর্তী ভোট দাঁড়ানোয় প্রচারের কাজে স্বামীর সাথে বেরিয়েছিলেন শুভশ্রী। আর তাতেই হল কাল! করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী শুভশ্রী।
করোনা আক্রান্ত হবার পরেই নিজেকে আইসোলেট করে ফেলেছেন শুভশ্রী। ছোট্ট ছেলে জুবানকে ঠাম্মির কাছে রেখে নিজে সম্পূর্ণ আলাদা ঘরে থাকছেন অভিনেত্রী। নিয়মমত ওষুধ খাচ্ছেন ও সমস্ত স্বাস্থ্যবিধি পালন করছেন। তবে মুশকিল হল সন্তানকে ছেড়ে কি আর মা বাবা থাকতে পারে! রাজ চক্রবর্তী প্রচারের কাজে থাকলেও যুবানের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছিলেন যে ছেলের জন্য মন খারাপ তার।
এবার মা শুভশ্রী করোনা আক্রান্ত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ছোট্ট যুবানের কাছ থেকে। যাকে নিয়ে সারাটা দিন কাটতো তাকে চাইলেও কাছে নিতে পারবেন না। আইসোলেশনের এক দিনের মধ্যেই ছোট্ট যুবানের জন্য মন খারাপ অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়াতে যুবানের ছবি শেয়ার করে জানান দিলেন নিজের মন খারাপের কথা।
যুবানের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘তোমাকে ছেড়ে এতদিন থাকতে হবে কোনো দিন ভাবিনি’। অভিনেত্রীর এই পোস্ট নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। আর যুবান তথা শুভশ্রীর অনুগামীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেত্রীর জন্য।