• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাঁটার কি ছিরি! পেছন বেকিয়ে হাঁটা দিতেই ‘মালাইকা ২.০’ বলে ট্রোলড শাহরুখ কন্যা সুহানা, রইল ভিডিও

Published on:

Shahrukh Khan daughter Suhana Khan trolled as Malaika 2.0 after walking video viral on internet

মালাইকা অরোরা (Malaika Arora) এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে চর্চা লেগেই থাকে। পোশাক হোক, হাঁটাচলা হোক বা হাঁটুর বয়সী অর্জুন কাপুরের সঙ্গে প্রেম- মালাইকা মানেই নেটিজেনদের গসিপের প্রিয় টপিক। এবার সেই অভিনেত্রীর সঙ্গে তুলনা টানা হল শাহরুখ খানের কন্যা সুহানা খানের (Suhana Khan)। সৌজন্যে দু’জনেরই ‘উট পাখি’ স্টাইলে হাঁটা!

বলিউড ‘বাদশা’ শাহরুখের মেয়ে শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন। জোয়া আখতারের ‘দি আর্চিস’এর হাত ধরে ডেবিউ করবেন তিনি। নেটফ্লিক্সের এই ছবির শ্যুটিং আগেই শেষ হয়েছে। মঙ্গলবার মুম্বইয়ে আয়োজিত হয়েছিল সিনেমার র‍্যাপ আপ পার্টি। সেখানে উপস্থিত হয়েছিল সুহানা-সহ ছবির সম্পূর্ণ টিম।

The Archies wrap up party

ডেবিউ ছবির র‍্যাপ আপ পার্টি বলে কথা, সুহানা একেবারে নজরকাড়া স্টাইলে হাজির হয়েছিলেন সেখানে। আঁটসাঁট লাল রঙের একটি ড্রেসে বেশ মোহময়ী দেখাচ্ছিল শাহরুখ কন্যাকে। গাড়ি থেকে নেমেই ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়ে পার্টিতে যান তিনি। আর সেই মুহূর্তেই সুহানা যে স্টাইলে হাঁটেন তা নজর পড়ে নেটিজেনদের।

নেটপাড়ায় ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, পাপারাৎজিদের সামনে হাসি মুখে পোজ দিয়ে ভেতরে যাওয়ার সময় নিতম্ব উঁচিয়ে হাঁটছেন সুহানা। আর ব্যস, এরপরই শাহরুখ কন্যার সঙ্গে মালাইকার চর্চা শুরু হয়ে যায়।

Suhana Khan Malaika Arora walking style

নিতম্ব উঁচিয়ে হাঁটার জন্য মাঝেমধ্যেই নেটপাড়ায় হাসির খোরাক হন অর্জুন প্রেমিকা মালাইকা। আর সেই স্টাইলে হেঁটে এবার ট্রোলের মুখে পড়েছেন সুহানাও। একজন নেটাগরিক সংশ্লিষ্ট ভিডিওয় কমেন্ট করেছেন, ‘ছোটি মালাইকা’। আর একজন আবার লিখেছেন, ‘মালাইকা পার্ট ২’। একজন আবার সুহানাকে জিজ্ঞেস করেছেন, ‘মালাইকার মতো ওমনভাবে হাঁটছ কেন?’

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)


প্রসঙ্গত, জনপ্রিয় ‘আর্চিস’ কমিক্সের ভারতীয় সংস্করণ জোয়া আখতারের ‘দ্য আর্চিস’। আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিনেমা। সুহানা ছাড়াও এই ছবির মাধ্যমেই ডেবিউ করবেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। জোয়ার ছবিতে সুহানাকে দেখা যাবে বেটি এবং খুশিকে দেখা যাবে ভেরোনিকার চরিত্রে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥