• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যৌবন যেন উঠলে উঠছে! শীতে বোম্ব ফিগারের ছবিতে পারদ চড়ালেন শাহরুখ কন্যা সুহানা খান

বলিউডের (Bollywood) বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) কন্যা সুহানা খান (Suhana Khan)। সদ্য যৌবনে পা দিয়েছেন সুহানা তবে এখনই বেশ ম্যাচিওর সে। কিং খানের মেয়ে হবার সুবাদে এমনিতেই জনপ্রিয়তার অভাব নেই সুহানার, সাথে তার ফ্যাশন ও স্টাইল সেন্সর জন্য বেশ জনপ্রিয় শাহরুখ কন্যা।

সুহানা সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। কমসম নয় ইতিমধ্যেই ১৪ লক্ষেরও বেশি অনুগামী আছে সুহানার। আর মাঝে মধ্যেই অনুরাগীদের নিজের ছবি শেয়ার করে মাতিয়ে রাখেন। কখনো নিজের ছবি টকখনো বন্ধুদের সাথে পার্টিতে সেলফি তো আবার কখনো পরিবারের সাথে কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। শেয়ার করা

   

সম্প্রতি সুহানা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে ফেড ব্রাউন টপ আর ডিপ দরুন প্যান্টে দেখা যাচ্ছে সুহানাকে, সাথে হাতে রয়েছে কফি মাগ। ছবিতে ব্রাউন কালারের চুলে পোজ দিয়েছেন সুহানা। এরপর নিজের স্নিকার্সের একটি ছবি শেয়ার করেছে সুহানা। যে স্নিকার্সের ছবিটি সুহানা শেয়ার করেছেন সেটি ‘DIOR’ নামক এক লাক্সারী কোম্পানির তৈরী। জুতোটিরই দাম প্রায়  ৫০ হাজারের বেশি।

এরপর  তৃতীয় ছবিতে কোনো এক রাস্তার ধারে জ্যাকেট পরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সুহানাকে। যদিও ছবিতে সুহানার মুখটি বাদ পরে গিয়েছে,তবে পোশাক ও তার জুতো দেখলে সহজেই বোঝা যায় ছবিতে সুহানায় আছে। সে যাই হোক না কেন সুহানার এই ছবি দেখে রীতিমত চোখ আটকে গেছে নেটিজেনদের। মুহূর্তের মধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে ছবি। ইতিমধ্যেই ছবিতে লাইক পেরিয়েছে ২ লক্ষ ৬২ হাজার।

 

View this post on Instagram

 

A post shared by Suhana Khan (@suhanakhan2)

site