• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘হট’ অবতার ছেড়ে যেন বঙ্গ তনয়া! লাল শাড়ি কপালে টিপ পরতেই চোখ ফেরানো দায় শাহরুখ কন্যার দিক থেকে

Published on:

সুহানা খান,শাহরুখ খান,বোল্ড ছবি,বলিউড,Suhana khan,Shah Rukh khan,bold photo,Bollywood

বলিউডের (Bollywood) বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) কন্যা সুহানা খান (Suhana Khan)। সদ্য যৌবনে পা দিয়েছেন সুহানা তবে এখনই বেশ ম্যাচিওর সে। কিং খানের মেয়ে হবার সুবাদে এমনিতেই জনপ্রিয়তার অভাব নেই সুহানার, সাথে তার ফ্যাশন ও স্টাইল সেন্সর জন্য বেশ জনপ্রিয় শাহরুখ কন্যা। শাহরুখ খান বলিউডের বিখ্যাত অভিনেতা এবং বিশ্বব্যাপী তার অনুগামী সংখ্যা রয়েছে। কিন্তু শাহরুখ কন্যা সুহানা এখনও পর্যন্ত বলিউডে না রাখলেও তার অনুরাগী সংখ্যার কিন্তু অভাব নেই।

তবে নিজেকে লাইম লাইটে রাখতে ওস্তাদ শাহরুখ কন্যা। শোনা যাচ্ছে খুব শিগগিরই বলিউডে পাও রাখবেন তিনি। তবে এই মুহুর্তে তার ফ্যাশন সেন্সেই কাত নেটনাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত সক্রিয় সুহানা। ইতিমধ্যেই তার ঝুলিতে ২.৩ মিলিয়ন ফলোয়ার্স। মাঝে মধ্যেই অনুরাগীদের নিজের ছবি শেয়ার করে মাতিয়ে রাখেন তিনি। আর তার ছবি মানেই নিমেষে ভাইরাল হবেই হবে৷ পায়ের তলায় যেন সর্ষে তার, একটু ছুটি পেলেই তিনি মন্নত ছেড়ে বেড়িয়ে পড়েন ঘুরতে। আর দারুণ দারুণ লোকেশনে মন মাতানো সব ছবি শেয়ার করে তাক লাগান তিনি।

সুহানা খান,শাহরুখ খান,বোল্ড ছবি,বলিউড,Suhana khan,Shah Rukh khan,bold photo,Bollywood

হট অবতারে তাকে ভক্তরা প্রায়শই দেখে থাকেন। কিন্তু এবার তো শাহরুখ কন্যা পুরো অন্য লুকে ধরা দিয়েছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন এক্কেবারে বঙ্গতনয়া৷ লাল সিক্যুইনের শাড়ি, স্লিভলেস ব্লাউজ, কপালে ছোট্ট টিপ আর ঝুমকো কানের দুলে তার দিক থেকে চোখ ফেরানো দায়। ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা ও তার এই সাজের প্রশংসা করেছেন।

সুহানা খান,শাহরুখ খান,বোল্ড ছবি,বলিউড,Suhana khan,Shah Rukh khan,bold photo,Bollywood

তরুণ প্রজন্মের ‘স্টাইল আইকন’ সুহানাকে পর্দায় দেখার অপেক্ষায় মরিয়া সকলেই। ২০১৮ সালে ফ্যাশন ম্যাগাজিনে মডেল হিসেবে ফিচার করেন সুহানা। এছাড়াও তিনি শর্টফিল্ম এবং বেশ কিছু নাটকে অভিনয় করছেন শাহরুখ কন্যা। শোনা যাচ্ছে এবার জোয়া আখতারের ছবি দিয়েই বলিউডে অভিষেক ঘটবে তার৷

সুহানা খান,শাহরুখ খান,বোল্ড ছবি,বলিউড,Suhana khan,Shah Rukh khan,bold photo,Bollywood

জাভেদ কন্যা জোয়া ‘আর্চি কমিক্স’ নিয়ে বিখ্যাত ওটিটি মাধ্যম নেটফ্লিক্সে একটি মিউজিক্যাল ছবি বানাতে চলেছেন, আর এই ছবির মাধ্যমেই আত্মপ্রকাশ করতে পারেন বিটাউনের এক ঝাঁক স্টার কিড। এই ছবিতে শাহরুখ কন্যা সুহানার পাশাপাশি, জাহ্নবীর ছোট বোন খুশি, অমিতাভের নাতনি অগস্ত্য নন্দাও ডেবিউ করতে পারেন বলে খবর বলিউড সূত্রে। এই ছবির সহকারী প্রযোজনায় থাকছে জোয়ার ‘টাইগার বেবি ফিল্মস’ এবং ‘গ্রাফিক ইন্ডিয়া’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥