• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছবি দেখেই অমিতাভের নাতি বললো আনফলো করলাম, মুহূর্তেই পাল্টা জবাব দিলো সুহানা

Updated on:

শাহরুখ খানের (Shahrukh Khan) কন্যা সুহানা খান (Suhana Khan)। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়  তিনি। মাঝে মধ্যেই নিজের অনুগামীদের জন্য ছবি শেয়ার করে থাকেন সুহানা। সুহানা ও অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) নাতি অগস্ত্য নন্দ (Agastya Nanda) বেশ ভালো বন্ধু। কিন্তু কিছুদিন আগে অগস্ত্য  সুহানার একটি ছবিতে ‘আনফলো’ কমেন্ট করেছিলেন। সুহানা আবারো একটি চমৎকার সেলফি তুলে তা শেয়ার করেছে তার অনুগামীদের সাথে। তবে সুহানার বন্ধুদের মধ্যেকার কিছু ঘটনা সোশ্যাল মিডিয়াকে বেশ বিভ্রান্ত করেছে।

আসলে সুহানা নিজের ইনস্টাগ্রামে ভাই আরিয়ান খানের জন্মদিনে একটি সেলফি শেয়ার করেছে। ছবির ক্যাপশনে সুহানা লিখেছে ‘বড় হচ্ছি মনে হচ্ছে না?’ ছবিতে অনেকেই ভালো মন্তব্য করলেও, অগস্ত্য ‘আনফলোইং’ মন্তব্য করেন। হটাৎ কি এমন হল যে সুহানা খানকে ‘আনফলো’ করতে শুরু করলেন অগস্ত্য! যদিও এই মন্তব্যের যোগ্য জবাব দিতে পিছপা হননি সুহানা।

অগস্ত্যের এই মন্তব্যের উত্তরে সুহানা লিখেছে, ‘হা হা তুমি বেশ মজার আর আসল’। ব্যাপার তা আসলে অনেকেই জানেন না। এর আগে অগস্ত্য তার ইনস্টাগ্রামে এই পোস্ট করেছিলেন, সেখানে সুহানা মন্তব্য করেছিল ‘আনফলোইং’। হয়তো  সেই মন্তব্যের কথা মাথায়  রেখেই অগস্ত্য এই ধরণের মন্তব্য করেছেন। যার ফলে এবার সুহানার কাছে এই মন্তব্যটি বেশ মজাদার মনে হয়েছে। এর থেকেই বোঝা যায় সুহানা ও অগস্ত্যের মধ্যেকার সম্পক ঠিকই আছে। নিছক মজা  করেই হয়তো দুজনের দুজনকে এধরণের মন্তব্য করে যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Suhana Khan (@suhanakhan2)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥