• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডুবে ডুবে জল! চাঙ্কি পান্ডের বাড়ির বউ হতে চলেছেন সুহানা খান, ভাইরাল শাহরুখ কন্যার প্রেমিকের ছবি

Published on:

সুহানা খান,শাহরুখ খান,চাঙ্কি পান্ডে,আহান পান্ডে,Suhana khan,Shah Rukh Khan,Chunky Panday,Ahaan panday,suhana khan boy friend

বলিউডের (Bollywood) বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) কন্যা সুহানা খান (Suhana Khan)। সদ্য যৌবনে পা দিয়েছেন সুহানা তবে এখনই বেশ ম্যাচিওর সে। কিং খানের মেয়ে হবার সুবাদে এমনিতেই জনপ্রিয়তার অভাব নেই সুহানার, সাথে তার ফ্যাশন ও স্টাইল সেন্সর জন্য বেশ জনপ্রিয় শাহরুখ কন্যা। শাহরুখ খান বলিউডের বিখ্যাত অভিনেতা এবং বিশ্বব্যাপী তার অনুগামী সংখ্যা রয়েছে। কিন্তু শাহরুখ কন্যা সুহানা এখনও পর্যন্ত বলিউডে না রাখলেও তার অনুরাগী সংখ্যার কিন্তু অভাব নেই।

বিভিন্ন সময় বিভিন্ন কারণে তিনি শিরোনামে থাকেন সুহানা খান৷ এতদিন পর্যন্ত সুহানা খানকে সিঙ্গেল বলেই জানতেন সকলে, কিন্তু এবার সকল পুরুষ ভক্তদের মন ভাঙলেন শাহরুখ কন্যা। সম্প্রতি একটি ছেলের সঙ্গে সুহানার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে জল্পনা।

সুহানা খান,শাহরুখ খান,চাঙ্কি পান্ডে,আহান পান্ডে,Suhana khan,Shah Rukh Khan,Chunky Panday,Ahaan panday,suhana khan boy friend

কানাঘুঁষো শোনা যাচ্ছে, এই ছেলেটির সাথেই প্রেমের সম্পর্কে রয়েছেন সুহানা। এখন প্রশ্ন কে এই ভাগ্যবান। তিনি আর কেউ নন, চাঙ্কি পান্ডের ভাইয়ের ছেলে আহান পান্ডে। আর এই কারণেই বলা যায় চাঙ্কি পান্ডের বাড়ির বউ হতে চলেছেন শাহরুখ কন্যা। শাহরুখ কন্যার ব্যক্তিগত জীবন নিয়ে এখন তাই বেজায় চর্চা চলছে।

সুহানা খান,শাহরুখ খান,চাঙ্কি পান্ডে,আহান পান্ডে,Suhana khan,Shah Rukh Khan,Chunky Panday,Ahaan panday,suhana khan boy friend

বোঝাই যাচ্ছে, অনন্যা পান্ডের সাথে সুহানা খানের বন্ধুত্বের কারণ যে আহানও সেকথা আর বুঝতে বাকি নেই কারোরই। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আহান পান্ডের কাজিন হন অনন্যা পান্ডে। সুহানার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন আহান পান্ডে। আজকাল প্রায়শই দুজনকে একসাথে দেখাও যায়।

সুহানা খান,শাহরুখ খান,চাঙ্কি পান্ডে,আহান পান্ডে,Suhana khan,Shah Rukh Khan,Chunky Panday,Ahaan panday,suhana khan boy friend

সম্প্রতি তাদের একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। দীর্ঘদিন ধরে বেশ সিরিয়াস সম্পর্কেই রয়েছেন আহান সুহানা। সূত্রের খবর, শাহরুখ খানের মেয়ে সুহানা এবং চাঙ্কি পান্ডের ভাইপো আহানের সাথে খুব শিগগিরই বলিউডে ডেবিউ করতে চলেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥