• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুপারস্টার হয়েও বাংলা উচ্চারণে খামতি দেবের! খোঁচা দিতেই সুদীপ্তার ওপর খাপ্পা ভক্তরা  

বাংলা সিনেমার এই প্রজন্মের জনপ্রিয় টলিউড সুপারস্টারদের (Tollywood Superstar) কথা উঠলে তালিকায় প্রথমেই আসে একটাই নাম তা হল দেব অধিকারী (Dev Adhikari)।  বাংলা সিনেমার পাশে দাঁড়াতে দিনরাত তার রক্ত জল করা পরিশ্রম বারবার মন জয় করে নিয়েছে অনুরাগীদের। দেবের অভিনয় যে আগের থেকে অনেক পরিণত হয়েছে সে কথা বলে থাকেন তাবড় অভিনেতা-অভিনেত্রীরাও।

তবে অভিনয় জীবনের শুরু থেকেই একটা বিশেষ খামতি রয়ে গিয়েছে অভিনেতার মধ্যে তা হল দেবের বাংলা উচ্চারণ। আসলে ছোট থেকে মুম্বাইতে বড় হওয়ায় অভিনেতার কথার মধ্যে রয়ে গিয়েছে হিন্দি টান। যা আগের থেকে অনেকটা কাটিয়ে উঠতে পারলেও পুরোপুরি তা দূর হয়নি এখনও। এই আলোচনা চলতে থাকে হামেশাই।

   

টলিউড সুপারস্টার,Tollywood Superstar,দেব অধিকারী,Dev Adhikari,সুদীপ্তা চক্রবর্তী,Sudipta Chakraborty,বাংলা উচ্চারণ,Bengali Pronunciation,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,নেটিজেন,Netizen এ নিয়ে একবার টলিউডের দক্ষ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কাছে খোঁচা শুনেছিলেন দেব। সেই ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই টলিপাড়ার এই অভিনেত্রীকে একেবারে ধুয়ে দিয়েছেন দেব ভক্তরা।  আসলে তিন চার বছর আগের একটি অ্যাওয়ার্ড ফাংশনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী। সেখানে তার সহ সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

তিনি অভিনেত্রীকে বলেছিলেন অভিনেতা দেবকে কিছু প্রশ্ন করার জন্য। এ কথা শুনে সরাসরি দেবকে সুদীপ্তা জিজ্ঞেস করেছিলেন ‘২০২৩ নাকি ২০৩২ কবে নাগাদ সঠিক বাংলায় ডায়লগ বলতে শুনবো’? দেবের বাংলা উচ্চারণের সমস্যা নিয়ে এইভাবে প্রকাশ্যে খোঁচা দেওয়ার জন্য অভিনেত্রীর ওপরে বেজায় খাপ্পা দেব ভক্তরা।

টলিউড সুপারস্টার,Tollywood Superstar,দেব অধিকারী,Dev Adhikari,সুদীপ্তা চক্রবর্তী,Sudipta Chakraborty,বাংলা উচ্চারণ,Bengali Pronunciation,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,নেটিজেন,Netizen

প্রিয় সুপারস্টারকে এইভাবে কটাক্ষ করায় সুদীপ্তার ওপরে বেজায় খেপেছেন সকলে। তবে একথা ঠিক বাংলা উচ্চারণের খামতির কথা ইতিপূর্বে বহুবার স্বীকার করেছেন অভিনেতা দেব নিজেও। তবে যারা ভাবছেন  দেবকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন বলে অভিনেত্রীর সাথে দেবের সম্পর্ক খারাপ,তাদের কিন্তু ধারণা ভুল।

সম্প্রতি দেবের প্রযোজনা সংস্থার অধীনে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যানে’ অভিনয় করেছেন সুদীপ্তা। আর এই সিনেমায় দেবের প্রেমিকা তথা অভিনেত্রী রুক্মিণী  মিত্র বিনোদিনী চরিত্রে অভিনয়ের জন্য প্রশিক্ষণ নিয়েছেন সুদীপ্তার কাছ থেকেই।

site