বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। ছোট পর্দার পাশাপাশি অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় সিনেমায়, অভিনয় করেছেন একাধিক মঞ্চ নাটকেও। এখনও পর্যন্ত বাংলা সংস্কৃতি তথা থিয়েটারে ক্ষেত্রে প্রাসঙ্গিক নটী বিনোদিনী (Noti Binodini)। নাটক ও অভিনয় দুনিয়ায় আজও তিনি প্রাসঙ্গিক।
তাই তাকে নিয়ে নিত্যনতুন কাজ এবং গবেষণা কোনো নতুন ঘটনা নয়। তবে পর্দায় কিংবা থিয়েটারের মঞ্চে বিনোদনের প্রতি মানুষের যতই শ্রদ্ধা থাকুক না কেন বাস্তবে তা কতখানি প্রযোজ্য তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায়। বিশেষ করে সম্প্রতি প্রকাশ্যে আসা উত্তর কলকাতার হাতিবাগানে বিনোদিনীর একটি নামের ফলকের দৃশ্য ধরা পড়েছে।
তা নিয়ে ইতিমধ্যেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে বিনোদিনীকে নিয়ে তৈরি হচ্ছে তিনটি সিনেমা এবং একটি নাটক। যার মধ্যে অবন্তি চক্রবর্তী পরিচালিত নাটকে নটী বিনোদিনীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এবার পর্দার এই বিনোদিনীর হাত ধরেই উঠে এল বাস্তবের বিনোদিনীর নাম ফলকের প্রতি অবহেলার এক করুণ দৃশ্য।
এদিন অভিনেত্রী নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করে জানিয়েছেন সম্প্রতি তাকে হোয়াটসঅ্যাপে তার এক শিক্ষিকা একটি ছবি পাঠিয়েছেন। সে কথা জানিয়েই এদিন সুদীপ্তা লিখেছেন ‘বিধান সরণিতে হাতিবাগানে KMC অফিসের উল্টোদিকে স্টার থিয়েটারের থেকে কয়েক মিটার দূরে বড় অনাদরে পড়ে রয়েছে নটী বিনোদিনীর নামে এই ফলক’।
তাই সকলের উদ্দেশ্যে এদিন সুদীপ্তার প্রশ্ন ‘ওনার কি এটাই প্রাপ্য? আমরা কি সত্যিই আত্মবিস্তৃত জাতি নই’? সুদীপ্তার করা এই পোস্টে উপচে পড়েছে এক ঝাঁক মন্তব্য। অধিকাংশ মানুষই ক্ষোভ উগরে দিয়েছেন কিংবা ধিক্কার জানিয়েছেন।
এমনই একজন নেট জনতা কমেন্ট করে লিখেছেন ‘এ তো গেল এনার ফলক। তাও কোনো মতে টিকে আছেন আর একটু দূরে সরে গিয়ে ঐতিহ্যময় থিয়েটার হল গুলোকে ভেঙে গুঁড়িয়ে জামা কাপড়ের দোকান আর উঁচু ফ্ল্যাট বাড়ি বানিয়েছি আমরা। নাটক ফটক দিয়ে কি হবে’। তো কারো আবার প্রশ্ন ‘সে কি মাটিতে কেন? ফলক তো মাটির অনেকটা উঁচুতে থাকে এটা তো মাইল ফলকের মতো’।