বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় নায়িকা বলা হল খলনায়িকা হলেন সুদীপ্তা ব্যানার্জি (Sudipta Banerjee)। কখনও স্টার জলসা তো কখনও জি বাংলা, বাংলার প্রথমসারির দুই বিনোদনমূলক চ্যানেলের একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে চলতি বছরেই মুম্বাইয়ে একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন ৬’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ আসে অভিনেত্রীর কাছে।
আরব সাগরের পাড়ে মুম্বাইয়ে যাওয়ার সেই সুযোগ একেবারেই হাতছাড়া করতে চাননি অভিনেত্রী। তাই মাঝপথেই জি বাংলার উমা সিরিয়ালের শুটিং ছেড়ে পাড়ি দিয়েছিলেন হিন্দি বিনোদন জগতে। তবে ইতিমধ্যেই মুম্বাইয়ে অভিনয়ের পাট চুকিয়ে আবারও বাংলায় ফিরে এসেছেন সুদীপ্তা। যোগ দিয়েছেন অভিনয়ে।
তবে সেই থেকে তাকে জি বাংলা কিংবা স্টার জলসার মতো প্রথম সারির দুই বিনোদনমূলক চ্যানেলে দেখা যায়নি। মুম্বাই থেকে ফিরে এসে সুদীপ্তা অভিনয় করেছেন কালার্স বাংলায় ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে। তবে দর্শকরা বহুদিন জনপ্রিয় চ্যানেল গুলিতে এই অভিনেত্রীকে দেখতে না পেয়ে ভীষণভাবে মিস করতে শুরু করেছিলেন।
‘উমা’ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর অবশেষে ফের একবার জি বাংলার পর্দায় ফিরলেন অভিনেত্রী। তবে কোনো সিরিয়াল নয় সদ্য অভিনেত্রী এসেছিলেন জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ১’ (Didi No 1)-এর মঞ্চে। সেখানে সুদীপ্তা ছাড়াও উপস্থিত চার দিদিদের মধ্যে অন্যতম ছিলেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘কে আপন কে পর’ এর জবা অভিনেত্রী পল্লবী শর্মা।
বহুদিন পর টেলিভিশনের পর্দায় এই দুই অভিনেত্রীকে দেখে ভীষণ খুশি হয়েছেন দর্শক। প্রসঙ্গত এদিন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) সাথে কথায় কথায় অভিনেত্রী সুদীপ্তা মন ভেঙে দিলেন তার অসংখ্য পুরুষ অনুরাগীদের। অভিনেত্রী জানিয়েছেন আগামী বছরের মার্চ-এপ্রিল মাসের মধ্যেই ‘সেটল’ করবেন। অর্থাৎ এবার খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।