• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উমা বীণাপানি সিরিয়াল থেকে সরে গেলেন সুদীপ্তা ! মুম্বইয়ে ভালো সুযোগ পেতেই টলিউড ছাড়ছেন অভিনেত্রী

বাঙালি অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী (Sudipta Banerjee)। অভিনেত্রীকে একাধিক বাংলা সিরিয়ালে (Bengali Serial) অভিনয়  করতে দেখা গিয়েছে। মূল চরিত্রে অভিনয় না করলেও বহু সিরিয়ালের পার্শ্ব চরিত্রে তথা খল চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে। বর্তমানে জি বাংলার নতুন কিন্তু জনপ্রিয় সিরিয়াল ‘উমা’তে ঈশিতার চরিত্রে দেখা যাচ্ছিল তাকে।  খুব বেশিদিন নয় মাত্র এক মাস হল এই ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।

এর আগে তার জায়গায় এই চরিত্রে অভিনয় করতেন মানসী সেনগুপ্ত , কোনও ব্যক্তিগত বা পেশাগত কারণে তিনি ধারাবাহিক থেকে সরে যাওয়ায় অভিনেত্রী সুদীপ্তা তার জায়গা নেন। কিন্তু এক মাস কাটতে না কাটতেও তিনিও ছাড়লেন ‘উমা ‘. ফের অন্যকোনও অভিনেত্রীকে দেখা যাবে এই চরিত্রে। উমার সাথে সাথে ‘বীণাপানি ‘ ধারাবাহিকেও অভিনয় করতেন সুদীপ্তা , শোনাযাচ্ছে সেখান থেকেও ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন তিনি।

   

সুদীপ্তা ব্যানার্জি,উমা,বীণাপানি,মুম্বাই,কলকাতা,তেলেগু ইন্ডাস্ট্রি,Sudipta Banerjee,Uma,Veenapani,Mumbai,Kolkata,Telugu Industry

এখন প্রশ্ন তবে কি টলিউড ইন্ডাস্ট্রি বা অভিনয় জীবন থেকে পাকাপাকি ভাবেই সরে দাঁড়াতে চাইছেন অভিনেত্রী ? নানান রকম জল্পনায় ইতিমধ্যেই মুষড়ে পড়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। তবে জানা যাচ্ছে , সিরিয়াল ছেড়ে মন খারাপ তো নয়ই বরং বেশ খুশি সুদীপ্তা। এবং কেন তিনি ধারাবাহিক ছাড়ছেন , তা জানলে অভিনেত্রীর অনুরাগীরাও যে খুশিই হবেন তা বলাই বাহুল্য।  আসলে খুব শিগগিরই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক করতে চলেছেন তিনি।

সুদীপ্তা ব্যানার্জি,উমা,বীণাপানি,মুম্বাই,কলকাতা,তেলেগু ইন্ডাস্ট্রি,Sudipta Banerjee,Uma,Veenapani,Mumbai,Kolkata,Telugu Industry

আর আপাতত জীবনের এই বড় ইনিংস শুরু করতেই কলকাতাকে বিদায় জানিয়ে মুম্বই পারি দিতে কলেছেন সুদীপ্তা। আসলে বড় কিছুর জন্য এগোতে হলে প্রতিটা মানুষকেই ছোট ছোট অনেক জিনিসই ত্যাগ করতে হয়। সুদীপ্তাকেও তাই সাময়িক ভাবে ছেড়ে যেতে হচ্ছে বাংলা টেলি দুনিয়া।

সুদীপ্তা ব্যানার্জি,উমা,বীণাপানি,মুম্বাই,কলকাতা,তেলেগু ইন্ডাস্ট্রি,Sudipta Banerjee,Uma,Veenapani,Mumbai,Kolkata,Telugu Industry

সম্প্ৰতি অভিনেত্রী একটি সংবাদ মাধ্যমকে এই প্রসঙ্গে জানান , কয়েক সপ্তাহ আগেই ‘নাগিন’ সিরিয়ালের লুক টেস্টের জন‍্য মুম্বই গিয়েছিলেন তিনি। সেখানে এক দেখাতেই সুদীপ্তাকে পছন্দ হয় নির্মাতাদের। এই সুযোগ হাত ছাড়া করতে চাননা সুদীপ্তা নিজেও, এমনকি প্রযোজনা সংস্থা থেকে তাঁকে মুম্বইতে থাকার জন‍্য একটি অ্যাপার্টমেন্ট ও যাতায়াতের জন‍্য গাড়িও দেওয়া হচ্ছে। আর সব বুঝেই প্রথমবারের জন্য কলকাতা ছাড়ছেন তিনি , অনলাইনে নিয়মিত শিখছেন তেলেগু ভাষায়।  আগামী এক বছর তার বাস বাংলার বাইরেই।