• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এলাহী গাড়িতে হাজির নেতা বর, সাত পাকে বাধা পড়লেন পর্দার বেণী বৌদি সুদীপ্তা, রইল বিয়ের অ্যালবাম

Published on:

Sudipta Banerjee became Mrs Soumya Bakshi See Exclisive Sudipta's Wedding Album

মিস থেকে মিসেস হলেন পর্দার বেনি বৌদি (Beni Boudi) অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি (Sudipta Banerjee)। পরিকল্পনা মতই গতকাল ১লা মে দীর্ঘদিনের প্রেমিক সৌম্য বক্সীর (Soumya Bakshi) সাথে গাঁটছড়া (Marriage) বেঁধেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল তাঁদের সেই বিয়ের ছবি (Wedding Picture)। প্রসঙ্গত একদিকে সুদীপ্তা যেমন বিনোদন জগতের সঙ্গে যুক্ত অন্যদিকে তাঁর স্বামী সৌম্য হলেন রাজনৈতিক পরিবারের ছেলে।

রাজ্যের প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সির ছেলে তিনি। এদিন একেবারে ফিল্মি স্টাইলে ফিটন গাড়িতে চেপে ক্যালকাটা বোটিং অ্যান্ড হোটেল রিসর্টে এসে পৌঁছিলেন সৌম্য। অভিনেত্রীর কথা মতোই আইবুড়ো ভাত থেকে মেহেন্দি  তো বটেই বিয়েটাও হয়েছে একেবারে গ্র্যান্ড স্টাইলে। এদিন সৌম্য-সুদীপ্তার এই জমকালো  বিয়ের আয়োজন করা হয়েছিল সাইন্স সিটির পিছনের গ্রাউন্ডে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,বেনি বৌদি,Beni Boudi,টিভি অভিনেত্রী,Tv Actress,সুদীপ্তা ব্যানার্জি,Sudipta Banerjee,সৌম্য বক্সী,Soumya Bakshi,বিয়ের ছবি,Wedding Picture

সেখানেই রীতিমতো বসেছিল চাঁদের হাট। হাজির  ছিল গোটা ইন্ডাস্ট্রির  তাবড় অভিনেতা অভিনেত্রীরা।  সকাল থেকেই সমস্ত নিয়ম নীতি মেনেই একের পর এক বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অভিনেত্রীর। শেষে রাতের লগ্নে সমস্ত রীতি মেনে যথাসময়ে সিঁদুর দানও হয় সুদীপ্তার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,বেনি বৌদি,Beni Boudi,টিভি অভিনেত্রী,Tv Actress,সুদীপ্তা ব্যানার্জি,Sudipta Banerjee,সৌম্য বক্সী,Soumya Bakshi,বিয়ের ছবি,Wedding Picture

এদিন সৌম্যর পরনে ছিল ডিজাইনার অফ হোয়াইট কালারের দারুন সুন্দর একটি পাঞ্জাবি। অন্যদিকে লাল টুকটুকে বেনারসি আর গা ভর্তি সোনার গয়নায় একেবারে বাঙালি কনের সাজেই ধরা দিয়েছিলেন সুদীপ্তা। এদিন অভিনেত্রীর এই সাজকে বিশেষ মাত্রা দিয়েছে লাল রঙের ফুল স্লিপ ব্লাউজ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,বেনি বৌদি,Beni Boudi,টিভি অভিনেত্রী,Tv Actress,সুদীপ্তা ব্যানার্জি,Sudipta Banerjee,সৌম্য বক্সী,Soumya Bakshi,বিয়ের ছবি,Wedding Picture

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল তাঁদের সেই বিয়ের ঝলক। শুভদৃষ্টি, মালাবদল থেকে শুরু করে সিঁদুর দান নানান মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী সুদীপ্তা নিজেও সৌম্যর সাথে বিয়ের ছবি শেয়ার করে নিয়েছেন ইনস্টাগ্রামে। প্রসঙ্গত বিয়ের দিন সকালবেলা প্রথমে হলুদ রঙের শাড়ি পরেছিলেন অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,বেনি বৌদি,Beni Boudi,টিভি অভিনেত্রী,Tv Actress,সুদীপ্তা ব্যানার্জি,Sudipta Banerjee,সৌম্য বক্সী,Soumya Bakshi,বিয়ের ছবি,Wedding Picture

পরবর্তীতে দেখা যায় আটপৌরে  স্টাইলে লাল পেড়ে সাদা রংয়ের শাড়ি পরেছিলেন অভিনেত্রী। তার এই সাজকে  সম্পূর্ণ করেছিল মাথায় থাকা সাদা শোলার মুকুট। এ এছাড়া মেহেন্দিতে অভিনেত্রীর পরনে ছিল কমলা আর গোলাপীর মিশেলে একেবারে অন্যরকম একটি লেহেঙ্গা। এছাড়া আইবুড়োভাতের দিন অভিনেত্রী পরেছিলেন গোলাপী জামদানি শাড়ি। জানা যাচ্ছে আগামী ৪মে অনুষ্ঠিত হবে সুদীপ্তা-সৌম্যর গ্র্যান্ড রিসেপশন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥