সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন বাংলা টেলিভিশনের নামী অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি (Sudipta Banerjee)। দীর্ঘদিনের প্রেমিক সৌম্য বক্সীর (Soumya Bakshi) গলায় মালা দিয়েছেন ‘সোহাগ জল’র বেণী বৌদি। সৌম্যর অবশ্য আরও একটি পরিচয় রয়েছে। তিনি রাজ্যের প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর ছেলে। স্বাভাবিকভাবেই সৌম্য-সুদীপ্তার বিয়ে-বৌভাতে (Reception) যে চাঁদের হাট বসবে তা আগে থেকেই জানা ছিল।
গত ১ মে ধুমধাম করে গাঁটছড়া বেঁধেছিলেন পর্দার বেণী বৌদি। বাইপাসের ধারে আসর বসেছিল সে বর্ণাঢ্য বিয়ের অনুষ্ঠানের। তবে রিসেপশন যেন সেই অনুষ্ঠানের জাঁকজমককেও ছাপিয়ে গিয়েছে। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর ছেলের বৌভাতের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। প্রায় আড়াই হাজার অতিথির সমাগম হয়েছিল সেই অনুষ্ঠানে।
সুদীপ্তার বিয়ের সময় টলিপাড়ার তারকাদের ভিড় বেশি চোখে পড়েছিল। ইন্ডাস্ট্রির বহু জনপ্রিয় তারকা উপস্থিত হয়েছিলেন সুদীপ্তার বিয়েতে। তবে বৌভাতে হয়েছে একেবারে উল্টো। অরূপ বিশ্বাস, জুন মালিয়া থহেকে শুরু করে মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ রাজনীতির দুনিয়ার একাধিক চেনা মুখ উপস্থিত হয়েছিলেন গতকালের অনুষ্ঠানে।
তবে টলি সেলেবরা যে ছিলেন না তা কিন্তু নয়। কালকের অনুষ্ঠানে টলিপাড়ার বেশ কিছু চেনা মুখেদেরও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। সব মিলিয়ে একেবারে জমজমাটভাবে আয়োজিত হয়েছিল সুদীপ্তা-সৌম্যর রিসেপশন।
রিসেপশনের জন্য সুদীপ্তা বেছে নিয়েছিলেন হালকা রঙের একটি লেহেঙ্গা। তবে শাঁখা-পলায় মিশে ছিল বাঙালিয়ানার ছোঁয়াও। সেই সঙ্গে ছিল খাওয়াদাওয়ার এলাহি আয়োজন। যদিও সুদীপ্তা-সৌম্যর বৌভাত একদিন আগেই ঘরোয়াভাবে সম্পন্ন হয়ে গিয়েছিল। সেই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছিলেন টলি নায়িকা নিজেই।
জমজমাট বিয়ে-রিসেপশনের পর এবার কাজে ফিরবেন তারকাদম্পতি। পুজোর পরে হানিমুনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাতে। প্রসঙ্গত, সুদীপ্তা এই মুহূর্তে অভিনয় করছেন জি বাংলার ‘সোহাগ জল’ ধারাবাহিকে। সেখানে খলনায়িকা বেণীর চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। বিয়ের জন্য কাজ থেকে কয়েকদিনের ছুটি নিয়েছিলেন অভিনেত্রী। এবার সেই ছুটি কাটিয়ে ফের লাইট ক্যামেরা অ্যাকশনের মাঝে ফিরবেন সুদীপ্তা।