• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এইটুকু বয়সেই মায়ের মতোই পাকা রাঁধুনি সুদীপার ছেলে! রইল ছোট্ট আদিদেবের রান্নার ভিডিও

জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee)-কে এক ডাকে চেনে গোটা বাংলা। জনপ্রিয় রান্নার অনুষ্ঠান জী বাংলার রান্নাঘরে সুস্বাদু সব রান্নার পদ রান্না করেই বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। প্রায় ২ দশক ধরে জি বাংলার এই  জনপ্রিয় রান্নার শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি। সারা সপ্তাহ জুড়েই প্রত্যেকদিন বিকেলে সুস্বাদু রান্নার রেসিপি নিয়ে হাজির হন তিনি।

তবে নিজের করা বিতর্কিত মন্তব্যের জেরে ইদানিং মাঝেমধ্যেই  শিরোনামে উঠে আসেন সুদীপা। আর তাই তাকে নিয়ে মাঝে মধ্যেই ট্রোলিং-এ মেতে ওঠেন নেটিজেনরা। যদিও নিন্দুকদের সমালোচনার মুখে পড়তে হলেও কখনও তা মুখ বুজে মেনে নিতে দেখা যায়নি সুদীপাকে। প্রসঙ্গত রান্না বান্না কিংবা অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি এখন সুদিপার গোটা জগৎ জুড়ে রয়েছে তাঁর একমাত্র ছিল আদিদেব (Adidev)।

   

Sudipa Chatterjee

এইটুকু বয়স থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো স্টার হয়ে উঠেছেন তিনি। মিষ্টি আদিদেবকে দারুন ভালোবাসেন নেটিজেনরাও। মাঝেমধ্যেই ছেলে আদিদেবের নানান মজার কান্ডকারখানা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে দেখা যায় সুদীপকে।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছেলে আদিদেবের তেমনই একটি ভিডিও শেয়ার করেছিলেন সুদীপা।

সুদীপা চ্যাটার্জী,Sudipa Chatterjee,আদিদেব,Adidev,রান্নার ভিডিও,Cooking Video,ভাইরাল,Viral

সেই ভিডিওতে দেখা যাচ্ছে মা সুদিপার মতোই একা হাতে হেঁশেলের দায়িত্ব সামলাচ্ছে খুদে আদিদেব। তবে এই রান্নাঘর কিন্তু যে সে রান্না ঘর নয়। আসলে এটি শুধুমাত্র বাচ্চাদের খেলার রান্নাঘর।ভিডিওটিতে দেখা যাচ্ছে আদিদেবের গলায় ঝোলানো গোলাপি এপ্রোন। এভাবেই একটি নকল গ্যাস ওভেনের সামনে দাঁড়িয়ে এক হাতে খুন্তি আর এক হাতে ফ্রাইং প্যানের হাতল ধরে একমনে রান্না করছে সে।

প্রথমে দেখা যাচ্ছে খেলনা মাংসের টুকরো নিয়ে ফ্রাইং প্যানে ভাজছে ছোট্ট আদি। ভাজা হয়ে গেলে তা একটা পাত্রে তুলে নিয়ে সার্ভ করতে এগিয়ে যাচ্ছে সে। গোটা বিষয়টা দেখে খুব মজা পেয়েছেন তার মা সুদীপা।  সেকথা জানিয়েই এদিন ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘আমার কিউট ছোট্ট রাঁধুনি। রান্না বিষয়টা সবসময় ওর কাছে মজার।  আর ও যেভাবে রান্না করে,মানে  রান্নার অভিনয় করে, সেটা আমার খুব ভালো  লাগে’।ছোট্ট  আদির অনুরাগীরাও তার এই ভিডিও দেখে মুড়িয়ে দিয়েছেন ভালোবাসায়।

site