বাংলার জনপ্রিয় স্টারকিডদের মধ্যে অন্যতম হলেন আদিদেব চ্যাটার্জী (Adidev Chatterjee)। পরিচালক অগ্নিদেব চ্যাটার্জী (Agnidev Chatterjee) এবং সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জীর (Sudipa Chatterjee) আদরের সন্তান সে। জন্মের পর থেকেই আদি সোশ্যাল মিডিয়া সেনসেশন। তার মজার মজার দুষ্টুমি আর খুনসুটি দেখতে দারুন পছন্দ করেন দর্শকরা।
সুদীপার কাছে নয়নের মণি তার একরত্তি ছেলে আদিদেব। ছেলেকে ঘিরেই জগৎ তার। সুদীপার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিলেই একথা স্পষ্ট হবে আরও। সদ্য গিয়েছে আদিদেবের ৩ বছরের জন্মদিন। তাই একরত্তি ছেলে আদির জন্য নিজের হাতেই সমস্ত আয়োজন করেছিলেন সুদীপা। এছাড়া মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছেলের নানা খুনসুটি,বদমাইশির ভিডিও শেয়ার করে থাকেন তিনি।
সারাদিনে যতই ব্যস্ত থাকুন না কেন, ছেলের সাথে নিয়ম করে সময় কাটাতে ভোলেননা সুদীপা। আর সোশ্যাল মিডিয়ায় আদিদেবের এমনই নানান মজার ভিডিও ভাইরাল হয় মুহুর্তের মধ্যে। বয়ে যায় লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আদিদেবের এমনই একটি ভিডিও।
এবার মাত্র তিন বছর বয়সেই রকস্টার আদিদেব।কাঁধে গিটার ঝুলিয়ে রকস্টার হয়ে উঠেছে আদিদেব। সুদীপার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে মাথা দুলিয়ে দুলিয়ে বেশ সুন্দর গিটার বাজাচ্ছ ছোট্ট আদি। ক্যামেরার উল্টোদিকে রয়েছেন সুদীপা নিজে।
View this post on Instagram
ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে পাশেই একমনে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছেন বাবা অগ্নিদেব চট্টোপাধ্যায়। ভিডিওর ক্যাপশনে সুদীপা জানিয়েছেন এখনও গিটার বাজানোই হল আদিদেবের নতুন শখ। ভিডিও দেখে আদিকে আদরে ভরিয়ে নেটিজেনরা কেউ লিখেছেন ‘মিষ্টি সোনা’, ‘গোলুমলু’, আবার কেউ লিখেছেন ‘অনেক বড় হও’, ‘চটকে দেব তোমায়’র মতো নানা কমেন্ট।