• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা দিদুন কথা বলছে না! ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক সুদীপার মায়ের, কী বলছেন চিকিৎসকরা?

Published on:

Sudipa Chatterjee's mother suffers from massive celebral attack

আচমকাই মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়লেন রান্নাঘরের রানী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। এই মুহূর্তে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সঞ্চালিকা সুদীপার মা দীপালি মুখোপাধ্যায় (Dipali Mukherjee)। সকলেই জানেন সুদীপা আজও তাঁর মা অন্ত প্রাণ। মাকে ছাড়া চোখে অন্ধকার দেখেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মায়ের অসুস্থতার কথা জানিয়ে নেটিজেনদের কাছে প্রার্থনা করার আর্জি জানিয়েছেন সুদীপা।

এদিনের পোস্টে সঞ্চালিকা লিখেছেন ‘মায়ের ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক হয়েছে। সবাই ওনার জন্য একটু প্রার্থনা করুন’। এ প্রসঙ্গে এ দিন টিভি নাইন বাংলার সাথে এক সাক্ষাৎকারেও সুদীপা জানিয়েছেন রবিবারের ছুটির দিনে ছেলে আদিদেব  অর্থাৎ নাতির সাথেই খেলছিলেন সুদিপার মা। জানা যায় নাতির সাথে খুনসুটিতে মেতে থাকা কালীনই  আচমকা হার্ট অ্যাটাক হয় দিপালী দেবীর।

সুদীপা চ্যাটার্জীর মা,Sudipa Chatterjee's Mother,সুদীপা চ্যাটার্জী,Sudipa Chatterjee,দীপালি মুখার্জী,Dipali Mukherjee,সেরিব্রাল অ্যাটাক,Cerebral Attack,ব্রেইন স্ট্রোক,Brain Stroke,হাসপাতালে ভর্তি,Hospitalised

কি হয়েছিল সুদীপা চ্যাটার্জির মায়ের?

সুদীপার কথায় ‘হঠাৎ করে দেখি দুজনের কোন সাড়াশব্দ নেই। সন্দেহ হতেই আমি ঘরে গিয়ে দেখি মা পড়ে আছেন। মুখ কেমন বেঁকে আছে। আদি সামনে দাঁড়িয়ে আমাকে বলছে ‘মা দিদুন, আমার সঙ্গে কথা বলছে না। রাগ করেছে’। এই অবস্থায় এক মুহূর্ত সময় নষ্ট না করে মাকে নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছোটেন  সুদীপা।

এই মুহূর্তে তাকে আইসিউই-তে রেখেছেন চিকিৎসকরা। সঞ্চালিকা জানিয়েছেন, তাঁর মায়ের বাঁ দিক প্যারালাইসিস হয়ে গিয়েছে। মায়ের জন্য সকলের কাছে প্রার্থনা করার কাতর আর্জি জানিয়ে সুদীপা বলেছেন, ‘একটু প্রার্থনা করুন মায়ের জন্য,সমানে ঠাকুর ডাকছি। মা-কে একটু ভালো করে দাও’।

সুদীপা চ্যাটার্জীর মা,Sudipa Chatterjee's Mother,সুদীপা চ্যাটার্জী,Sudipa Chatterjee,দীপালি মুখার্জী,Dipali Mukherjee,সেরিব্রাল অ্যাটাক,Cerebral Attack,ব্রেইন স্ট্রোক,Brain Stroke,হাসপাতালে ভর্তি,Hospitalised

বোঝাই  যাচ্ছে অসুস্থ মায়ের চিন্তায়এখন দুচোখের পাতা এক করতে পারছেন  সুদীপা  নিজেই। এমনিতে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মায়ের সাথে ছবি পোস্ট করতে দেখা যায় সুদীপাকে। সম্প্রতি মাতৃ দিবস উপলক্ষে মায়েরএক গুচ্ছ  ছবি শেয়ার করে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গিয়েছিল সুদীপাকে। কিছুদিন আগেই মায়ের উদ্দেশ্যে মাতৃ দিবসের শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সুদিপা লিখেছিলেন ‘জীবনের প্রথম পাওয়া উপহার ‘মা’। জীবনের প্রথম ডাক ‘মা’। আমার মা আমার দেখা, পৃথিবীর সবচেয়ে সরল মনের মানুষ। তোমার মতো হতে পারবে না কেউ।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥