• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাতৃ দিবসের পরেই এল খারাপ খবর! ‘দয়া করে সবাই প্রার্থনা করুন’ আর্জি জানালেন সুদীপা

বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত একটি নাম হল সুদীপা চ্যাটার্জী  (Sudipa Chatterjee)। মাঝেমধ্যেই ব্যক্তিগত জীবনের নানান টুকরো বিষয়কে কেন্দ্র করে শিরোনামে উঠে আসেন এই রান্নাঘরের রানী। আর  মাতৃ দিবসের পরেই আচমকা মন খারাপ হয়ে রয়েছে তাঁর।

আঁচলে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন সুদীপার মা। বর্তমানে তিনি চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন সকালে  মায়ের অসুস্থতার খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সুদীপা লিখেছেন ‘গত কাল হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছে আমার মা। দয়া করে সবাই প্রার্থনা করুন যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন’।

   

Sudipa Chatterjee

কাজেই বোঝা যাচ্ছে অসুস্থ মায়ের চিন্তায়এখন দুচোখের পাতা এক করতে পারছেন  সুদীপা  নিজেই। এমনিতে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মায়ের সাথে ছবি পোস্ট করতে দেখা যায় সুদীপাকে। তাই সম্প্রতি মাতৃ দিবস উপলক্ষে মায়েরএক গুচ্ছ  ছবি শেয়ার করে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গিয়েছিল সুদীপাকে।

মাতৃ দিবসের বিশেষ দিনে মাকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সুদিপা লিখেছিলেন ‘জীবনের প্রথম পাওয়া উপহার ‘মা’। জীবনের প্রথম ডাক ‘মা’। আমার মা আমার দেখা, পৃথিবীর সবচেয়ে সরল মনের মানুষ। তোমার মতো হতে পারবে না কেউ।

টলিউড,Tollywood,সুদীপা চ্যাটার্জী,Sudipa Chatterjee,মা,Mother,হাসপাতালে ভর্তি,Hospitalised

তারি দুদিনের মাথায় এমন ঘটনা হওয়ার কার্যত হতভম্বসুদিপা নিজেই।  এদিন আনন্দবাজার অনলাইনে  তিনি জানিয়েছেন অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করে নিজেই নিজের মাকে গাড়ি চালিয়ে হাসপাতালে ভর্তি করেছেন তিনি।

টলিউড,Tollywood,সুদীপা চ্যাটার্জী,Sudipa Chatterjee,মা,Mother,হাসপাতালে ভর্তি,Hospitalised

সুদীপার কথায় ‘এখনও সিসিইউ-তে ভর্তি আছে মা। হঠাৎই দেখি কথা জড়িয়ে যাচ্ছে। তখন আর এক মিনিটও দেরি করিনি। অ্যাম্বুল্যান্স কিংবা কারও জন্য অপেক্ষা করলে খারাপ কিছু ঘটে যেতে পারত। তবে কিছুটা সময় না কাটলে কিছু বোঝা যাচ্ছে না। ডায়াবিটিস আছে মায়ের। সেখান থেকেই এই ঘটনা ঘটেছে। কিছু ভাল লাগছে না। আমার সবটাই তো মাকে ঘিরে।’