• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমি কোনোদিন তোমার মা হতে পারবো না! সৎ ছেলের জন্মদিনে আক্ষেপ ‘রান্নাঘর’র সুদীপার

বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত নাম সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। যদিও বেশ অনেকদিন হল ছোটপর্দায় আর দেখা যাচ্ছে না তাঁকে। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় কুকারী শো ‘জি বাংলা রান্নাঘর’ (Zee Banglar Rannaghor) সঞ্চালনা করে এক সময় বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি।

তবে বর্তমানে ছোট পর্দা থেকে বিদায় নিয়ে নিজের শাড়ির ব্যবসা এবং স্বামী-সন্তান নিয়েই ব্যস্ত রয়ে রয়েছেন তিনি। প্রসঙ্গত ছোট পর্দা থেকে বিদায় নিলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু নিয়মিত দারুণ অ্যাক্টিভ থাকেন সুদীপা।  মাঝেমধ্যে সেখানেই জীবনের নানান আপডেট শেয়ার করতে দেখা যায় এই জনপ্রিয় সঞ্চালিকাকে।

   

টলিউড,Tollywood,সুদিপা চট্টোপাধ্যায়,Sudipa Chatterjee,অগ্নিদেব চট্টোপাধ্যায়,Agnideb Chatterjee,আকাশ চট্টোপাধ্যায়,Akash Chatterjeeজন্মদিন,Birthday,সোশ্যাল মিডিয়া,Social Media

যার কারণে সোশ্যাল মিডিয়ায় বরাবরই চর্চায় থাকেন এই অভিনেত্রী। নিজের করা নানা মন্ত্যব্যকে ঘিরে ট্রোলিংয়ের মুখেও পড়েন এই জনপ্রিয় তারকা। সকলেই জানেন সুদীপা আসলে পরিচালক অগ্নিদের চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী। আগেও একবার বিয়ে করেছিলেন তিনি। তাঁদের এক ছেলেও রয়েছে।

তার নাম আকাশ চট্টোপাধ্যায়। গতকাল ৯ জুন ছিল সুদীপার সৎ ছেলের জন্মদিন। এই জন্মদিনে এই ছেলের উদেশ্যে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়ে সুদিপা লিখেছিলেন ‘আমি যখন এই ছেলেকে প্রথম দেখি তখন ও স্কুলে পড়তো। নিয়তি আমাদের একজায়গায় নিয়ে এসেছে। আমরা ভালো বন্ধু হয়েছি, কখনও একে-অপরের সবচেয়ে বড় সমালোচক। তবে সবচেয়ে বেশি বোধহয় আমরা একে-অপরের সমার্থক’।

টলিউড,Tollywood,সুদিপা চট্টোপাধ্যায়,Sudipa Chatterjee,অগ্নিদেব চট্টোপাধ্যায়,Agnideb Chatterjee,আকাশ চট্টোপাধ্যায়,Akash Chatterjeeজন্মদিন,Birthday,সোশ্যাল মিডিয়া,Social Media

সেইসাথে সুদিপার সংযোজন ‘তুমি যদি কখনও পড়ে যাও, আমি তোমার পাশে গিয়ে দাঁড়াব। আমি যদি পড়ে যাই, জানি তোমাকে পাশে পাব। তোমার শর্তহীন ভালোবাসা নিয়ে আমার সঙ্গ দেবে। আমরা আমাদের সম্পর্ককে কোনও নাম দিতে চাই না। আমি কোনওদিনও তোমার মা হতে পারব না। আমি তোমার ‘এই জো ’ হয়েই থাকতে চাই। হ্যাপি বার্থ ডে হ্যান্ডসাম। তুমি নতুন পয়সার মতো উজ্জ্বল হও, গাছের মতো বড় হও, তোমার মুখের হাসি অটুট থাকুক।’