খবরছবিবিনোদন

একবছর পরেও কমেনি যন্ত্রনা, হারানো সন্তানের ছবি শেয়ার করে আবেগঘন ‘রান্নাঘর’ সঞ্চালিকা সুদীপা

প্রয়াত সন্তানের জন্মদিনে ফের কেঁদে উঠল ‘মা’ সুদীপা চট্টোপাধ্যায়ের মন, শেয়ার করলেন অদেখা ছবি

‘রান্নাঘর’এর রানী তিনি। অনেকের কাছেই সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) পরিচিতি ‘কিচেন ক্যুইন’ হিসেবে। বহু বছর জি বাংলার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রান্নাঘর’এর সঞ্চালনা করেছেন তিনি। এখন সেই শো বন্ধ হয়ে গেলেও সুদীপার জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। বরং সময়ের সঙ্গে তা আরও পাল্লা দিয়ে বেড়েছে। আজ সেই ‘কিচেন ক্যুইন’ সুদীপারই মন বেশ খারাপ।

সুদীপা এমন একজন ব্যক্তিত্ব যিনি সোশ্যাল মিডিয়ায় ভালোই সক্রিয় থাকেন। মাঝেমধ্যেই নিজের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সংক্রান্ত নানান পোস্ট করে থাকেন তিনি। বুধবার রাতে যেমন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি নিজের ‘সন্তান’ ভানুকে (Bhanu Chatterjee) জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ভানু আজ এই পৃথিবীতে নেই, সুদীপার সেই পোস্টে ফুটে উঠেছে সেই যন্ত্রণাও।

Sudipa Chatterjee, Sudipa Chatterjee sad

একসময় ‘কিচেন ক্যুইন’ সুদীপার সম্পূর্ণ জীবন জুড়ে ছিল ভানু। পুরো নাম ভানুভূষণ চট্টোপাধ্যায় (Bhanubhusan Chatterjee)। পোষ্য (Pet) নয়, তাঁকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন সুদীপা। গত বছর জামাইষষ্ঠীর দিন আচমকাই না ফেরার দেশে পাড়ি দেয় ভানু। বুধবার, ২২ মার্চ ছিল ভানুর জন্মদিন (Birthday)। জন্মদিনে এই প্রথম সুদীপার কাছে নেই সে। স্বাভাবিকভাবেই তাই মায়ের মনও বেশ খারাপ।

প্রিয় ভানুর সঙ্গে তোলা একটি পুরনো ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সুদীপা। তিনি লিখেছেন, গত এক বছর ধরে তিনি নানানভাবে নিজেকে ব্যস্ত রেখে, ভানুকে ভুলে থাকার ভান করে চলেছেন। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি।

Sudipa Chatterjee and Bhanubhusan Chatterjee, Sudipa Chatterjee and Bhanu Chatterjee, Sudipa Chatterjee sad

সুদীপার কথায়, ‘সারাদিন অনেক কাজে, ভুলে থাকার ভান করেও লাভ হন না কোনও। এই প্রথমবার, তোমার জন্মদিনে, আমার কোলে বসে তুমি কেক খেলে না। তোমার মতো না কেউ কোনোদিন ছিল, না হবে। তুমি সবচেয়ে সেরা, সবসময় সেরাই থাকবে। শুভ জন্মদিন হ্যান্ডসাম। মা তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে’।

Sudipa Chatterjee and Bhanubhusan Chatterjee, Sudipa Chatterjee and Bhanu Chatterjee, Sudipa Chatterjee facebook post

ভানুর প্রয়াণের পর সুদীপাকে অবসাদ গ্রাস করেছিল। সন্তানসম ভানুর শূন্যস্থান পূরণ করা হয়তো সম্ভব নয়। কিন্তু ‘কিচেন ক্যুইন’এর মন একটু ভালো রাখার জন্য ভান্টু এসেছে তাঁদের জীবনে। যদিও তাতে ভানুকে কিন্তু ভুলে যাননি সুদীপা। ভানুর জায়গা যে কেউ কোনোদিন নিতে পারবে না তা জানিয়ে দিলেন ‘কিচেন ক্যুইন’।

Back to top button