• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিদি নং 1-এর সঞ্চালনা ছাড়লেন রচনা! তার জুতোয় পা গলিয়ে শো এগিয়ে নিয়ে যাবেন রান্নাঘরের সুদীপা

গত প্রায় এক দশক ধরে জনপ্রিয় শো- দিদি নং ওয়ানের (Didi no one) সঞ্চালকের ভূমিকায় আমরা দেখে অভ্যস্ত অভিনেত্রী রচনা ব্যানার্জিকে৷ কিন্তু সাম্প্রতিক এক পর্বে সঞ্চালকের ভূমিকায় রচনার বদলে দেখা মিলল আরেক জনপ্রিয় সঞ্চালক রান্নাঘরের সুদীপাকে। দিদি নং ওয়ান মানে যদি রচনা হন, রান্নাঘর মানে সুদীপা। কিন্তু সাময়িক ভাবে রচনার জুতোয় পা গলিয়ে এবার দিদি নং ওয়ান শো চালিয়ে নিয়ে যাবেন সুদীপা।

সাময়িক এই বদলের কারণ নিজেই জানিয়েছেন রান্নাঘরের রানি। সোমবারই জি বাংলার ফেসবুক থেকে লাইভ সম্প্রচারে এসে সুদীপা জানান, সম্প্রতি বাবাকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন রচনা। বিপর্যস্ত তিনি মানসিক ভাবেও, তাই তার পক্ষে শ্যুটিং করা এখন কার্যত অসম্ভব। কিন্তু কথায় বলে, “Show must go on”, আর তাইই রচনার কঠিন সময়ে তার পাশে দাঁড়ালেন সুদীপা।

   

সুদীপা চ্যাটার্জি,রচনা ব্যানার্জি,দিদি নং ওয়ান,sudipa Chatterjee,rachana banerjee,didi no one

আগামী কয়েকটি এপিসোড জনপ্রিয় অভিনেতা-সঞ্চালক সৌরভ দাসকে সঙ্গে নিয়ে ‘দিদি নম্বর ১’ এর দায়িত্ব সামলাবেন সুদীপাই। নিজের সতন্ত্র ভঙ্গিতেই তিনি অনুষ্ঠানের সঞ্চালনা করবেন। তবে রচনার জায়গায় সুদীপা, ভয় করছেনা? এই প্রশ্নের উত্তরে রান্নাঘরের কর্ত্রী সাফ জানান, ‘‘জি বাংলা একটি পরিবারের নাম। আমাদের লক্ষ্য সব সময়ে সকলের পাশে থাকা। রচনাও সেটা মানেন। কিন্তু এই মুহূর্তে ওঁর মনের অবস্থা হাসি-ঠাট্টা করে সঞ্চালনা করার মতো নয়। তাই আমার এবং সৌরভের উপরে দায়িত্ব অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার।’’

রান্নাঘর সুদিপা চ্যাটার্জী Rannaghar Sudipa Chatterjee trolled for earrings

ইতিমধ্যেই দিদি নং ওয়ানের পিকনিক স্পেশাল পর্বের ঝলক ও এসেছে সামনে। এই বিশেষ পর্বে উপস্থিত থাকবেন, জি বাংলার ধারাবাহিকেরই বেশ কিছু তারকা। দূর থেকেও রচনার মন কিন্তু পড়ে রয়েছে শ্যুটিং ফ্লোরেই৷ সুদীপাকে তার কড়া নির্দেশ, ‘‘আমার অনুষ্ঠানের দর্শক-অনুরাগীদের মুখের হাসি যেন মুছে না যায়! তার দায়িত্ব তোমাদের।’’