• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপোর থালা সাজানো খাবার দেখেই জিভে জল! ছেলের জন্মদিনে এলাহী ভোজের ভিডিও বানালেন সুদিপা

সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee) মানেই জীবন বাংলার রান্নাঘর আর হরেকরকম রেসিপি নিয়ে এক্সপেরিমেন্ট।দীর্ঘদিন ধরে চলে আসা এই অনুষ্ঠান যারা দেখেন তারা সকলেই কমবেশি জানেন সুদীপা নিজে যেমন খেতে ভালোবাসেন তেমনই সবাইকে খাওয়াতে ভালোবাসেন। আর রান্নাঘরের রানি এই সঞ্চালিকার নয়নের মণি তার একরত্তি ছেলে আদিদেব (Adidev)। ছেলে অন্ত প্রাণ তার।

একথা সুদীপার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই আরও স্পষ্ট হয়ে যাবে। ছেলেকে ঘিরেই জগৎ তার। তাই সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ছেলে আদিদেবের নানা খুনসুটি,বদমাইশির ভিডিও শেয়ার করে থাকেন। যার জেরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সেনসেশন সুদীপার ছেলে আদিদেব। গতকালই ছিল তার ৩ বছরের জন্মদিন।

   

Sudipa Chatterjee with son Adidev Chatterjee on Teachers day

আর ছেলের জন্মদিন উপলক্ষে ছেলের জন্য রূপোর থালা সাজিয়ে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন সুদীপা। মেনুতে ছিল ঝরঝরে সাদা ভাত, পাঁচ রকম ভাজা (পটল ভাজা, বেগুন ভাজা, পোস্ত দিয়ে মুলো ভাজা, ফুলকপি ভাজা ও মাছ ভাজা)। সেইসাথে ছিল মাছ, মাংস, পায়েস, মিষ্টি সবই।

Sudipa Chatterjee,সুদীপা চ্যাটার্জী,Adidev,আদিদেব,Happy Birthday,শুভ জন্মদিন,Social Media,সোশ্যাল মিডিয়া,Reel Video,রিল ভিডিও

তবে নেটিজেনদের নজর কেড়েছিল রজনীগন্ধার মালা দিয়ে সাজানো থালা,বাটি। যা দেখতেও বেশ অন্যরকম লাগছিল। আর এইসব আয়োজন যে আদিদেবেরও বেশ মনে ধরেছিল তা তার মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। সুদীপার এই ভিডিওতে আদিদেবকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Sudipa Chatterjee (@sudiparrannaghor)

ছেলের এই খাওয়া দাওয়া পর্বের একটি মিষ্টি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সুদীপা। সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিংবদন্তী গায়ক কিশোর কুমারের গাওয়া ‘হ্যাপি বার্থডে টু ইউ’ গানটি জুড়ে দিয়েছেন সুদীপা।ভিডিওটির শুরুতেই দেখা গেল থালা থেকে তুলে প্রথমেই পটল ভাজা তুলে মুখে পুরে দিচ্ছে খুদে আদি। ভিডিওতে দেখা যাচ্ছে আদিদেবের পরনে রয়েছে ধবধবে সাদা পাঞ্জাবি।