• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরার মতো একটাও জুতো আস্ত নেই বাড়িতে! চাপে পড়ে একেবারে নাজেহাল ‘রান্না ঘরের রানী’ সুদীপা

Published on:

Sudipa Chatterjee shares funny video on instagram

সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee) মানেই রান্নাঘরের রানী। গোটা বাংলা তাকে এক ডাকে চেনে। যদিও এবার প্রায় শেষের মুখে সুদীপার এই জনপ্রিয় রান্নার অনুষ্টান। আজ থেকে ১৭ বছর আগে ২০০৫ সালের ৯ই মে শুরু হয়েছিল এই শোয়ের সম্প্রচার।শুরুর দিন থেকে ২০১৮ সাল পর্যন্ত সঞ্চালনার দায়িত্ব সামনে ছিলেন তিনি। পরবর্তীতে ছেলে আদিদেব হওয়ার পর দু-বছরের বিরতি কাটিয়ে ২০২০ সালে এই রান্নাঘরের সঞ্চালনায় ফিরেছিলেন সুদীপা।

আগামী বছরের ২ জানুয়ারি এই শোয়ের জায়গা নিতে চলেছেন ইন্দ্রানী হালদারের নতুন নন ফিকশন শো ‘ঘরে ঘরে জী বাংলা’। এমনিতেই সুদীপার এই রান্নায় অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ায় বেজায় মন খারাপ তার অনুরাগীদের। এরই মধ্যে মুখ ভর্তি আঁচড়ের দাগ নিয়ে নিজের নাজেহাল অবস্থার একটি ভিডিও প্রকাশ্যে আনলেন সুদীপা।

Zee Bangla Rannaghor ending soon Sudipa Chatterjee Facebook Live on Last Day Shoot

সম্প্রতি একটি নতুন ইনস্টাগ্রাম (Instagram) ভিডিও শেয়ার করেছিলেন সুদীপা। সেখানে দেখা যাচ্ছে বাড়ির এক সদস্যকে সামলাতে গিয়ে একেবারে নাজেহাল হয়ে পড়েছেন সুদীপা। আর এই চারপেয়ে সদস্য হল সুদিপার প্রিয় পোষ্য গ্রেট ডেন। বর্তমানে এই খুদে সারমেয়র (Dog) বয়স মাত্র এখন মাত্র ৬ মাস।

যার অত্যাচারে এখন আর একটাও আস্ত নেই সুদিপার জুতো। ঘরে পরার সুন্দর একটি সাদা জুতো থেকে শুরু করে তাকে সাজানো হরেক রকমের জুতো সবই একে একে একে কুটি কুটি করে কেটে দিয়েছে সুদিপার সন্তানসম ভান্টু।

প্রসঙ্গত সুদিপার সারমেয় প্রেমের কথা অজানা নয় কারও কাছেই। আদিদেব জন্মানোর আগে থেকেই সুদীপার জীবন জুড়ে ছিল তার প্রিয় পোষ্য ভানু। কয়েকমাস আগেই তার মৃত্যুতে নাওয়া-খাওয়া ভুলেছিলেন সুদীপা। তারপরেই আবার বাড়িতে আসে নতুন সদস্য। প্রজাতিতে সে গ্রেট ডেন। ভানুর পর তার সাথে নাম মিলিয়েই এই খুদের নাম রাখা হয়েছে ভান্টু।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥