• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাড়ি অতীত, হাঁটুর ওপরে পোশাক পরে জলকেলিতে ব্যস্ত সুদীপা! ছবি দেখে ট্রোল শুরু নেটপাড়ায়

সুদীপা চ্যাটার্জীকে (Sudipa Chatterjee) এক ডাকে চেনে গোটা বাংলা। জি বাংলার (Zee Bangla) এই রান্নাঘরের রানির শাড়ির কালেকশন দেখেলে চোখ আটকে যায় যে কারও। বেশিরভাগ সময়েই বাঙালিয়ানায় মোড়া সাবেকি সাজের শাড়িতেই দেখা মেলে এই অভিনেত্রীর। তবে এদিন শাড়ি ছেড়ে একেবারে লাস্যময়ী রূপে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।

বাংলা নববর্ষ শুরুর আগেই শহরের তাপমাত্রা বাড়ছে পাল্লা দিয়ে বেড়েই চলেছে শহরের তাপমাত্রা প্রচন্ড গরমে রীতিমতো হাঁসফাঁস করছেন ওটা বাংলা। কাজের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিয়ে গরমের হাত থেকে সাময়িক রেহাই পেতে সঞ্চালিকা সুদীপা ছেলে আদিদেব এবং ভাইজির সাথে জলকেলিতে ব্যস্ত ছিলেন।

   

Sudipa Chatterjee, Sudipa Chatterjee sad

গরমে এমন সুন্দর নীল জলে মনের আনন্দে কখনও সাঁতার কেটে কখনও জল নিয়ে খেলা বেজায় খুশি ছোট্ট আদিদেব।খুদের সাথে এই মিষ্টি মুহূর্তের বিভিন্ন ছবি ফটো কোলাজ করে ভিডিও বানিয়ে শেয়ার করে নিয়েছিলেন সুদিপা।

ক্যাপশনে তিনি লিখেছেন জনপ্রিয় হিন্দি গান ‘জিও তো হর পল এয়সে জিও, য্যায়সে কে আখরি হো’। ভিডিওটির সাথেও এই গানটিকে জুড়ে দিয়েছেন সুদিপা। এই বয়সে এসে সুদিপার এই ভোল বদল দেখে রীতিমতো অবাক সবাই।

সুদীপা চ্যাটার্জী,Sudipa Chatterjee,জি বাংলা,Zee Bangla,সুইম স্যুট,Swim Suit,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল,Troll

এদিন সুদিপাকে হাঁটুর ওপরে থাকা সরু ফিতের কালো পোশাক পরে থাকতে দেখে রীতিমতো চমকে গিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। শাড়ি ছেড়ে এমন সাহসী পোশাক পরায় একদিকে যেমন অনুরাগীরা তাঁকে প্রশংসায় ভরিয়েছেন তেমনি কটাক্ষ করতেও ছাড়েননি নেটিজেনদের একটা বড় অংশ।

সুদীপা চ্যাটার্জী,Sudipa Chatterjee,জি বাংলা,Zee Bangla,সুইম স্যুট,Swim Suit,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল,Troll

কেউ লিখেছেন ‘কেমন যেন অচেনা-অচেনা লাগছে’। আবার কটাক্ষের সুরে একজনের মন্তব্য, ‘আজকাল সবাই ক্লিভেজ দেখাতে ব্যস্ত, সেই তালিকায় আপনিও ঢুকে পড়লেন’। আবার একজন লিখেছেন, ‘বাবা চেনাই তো যাচ্ছে না আদিদেবের মা-কে’। প্রসঙ্গত জি বাংলার রান্নাঘর শেষ হওয়ার অনেকদিন টিভির পর্দায় দেখা মেলেনি সুদিপার। তবে জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি জি বাংলার একটি রান্নার অনুষ্ঠানে সঞ্চালিকা হয়ে ফিরবেন সুদিপা। এই অনুষ্ঠানের নাম ‘আজকের অন্নপূর্ণা’।

site