টলিপাড়ায় এমনিতেই হট টপিকের অভাব নেই! তারপর বিগত কয়েক দিন ধরে এক নতুন বিতর্কের জেরে উত্তাল সোশ্যাল মিডিয়া। রান্নাঘর অভিনেত্রী সুদীপা চ্যাটার্জীর (Sudipa Chatterjee) একটি পোস্টকে ঘিরেই শুরু বিতর্কের। যার জেরে নেটিজেনরা ‘অহংকারী’ তকমা দিয়েছেন অভিনেত্রীকে। ছেড়ে কথা বলেননি শ্রীলেখা মিত্রও (Sreelekha Mitra), ‘উদ্ধত মানসিকতা’ বলে সমালোচনা করেছিলেন। অবশ্য সুদীপাও ছেড়ে কথা বলেননি।
এই সমস্ত বিতর্কের মূলে সুদীপার একটি ফেসবুক পোস্ট। যেখান তিনি লিখেছিলেন, ‘আমি শুধু জানতে চাই সুইগির একজন ডেলিভারি বয়ও ফোন না করে কেন গন্তব্যে পৌঁছাতে পারে না? ফোন করে কেন বলবে, ‘আমি আসছি আপনি গেটটা খুলুন’ আমি কি দারোয়ান যে গেট খুলব?’ এই মন্তব্যের জেরে সমালোচনার শুরু হতেই পোস্ট মুছে দেন তিনি। কিন্তু ততক্ষণে সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে পড়েছে সর্বত্র।
শ্রীলেখা মিত্র সেই পোস্টের স্ক্রিন শট শেয়ার করে লেখেন, ‘উদ্ধত অসভ্য এই মহিলা!’ এর জবাবে টিভিতে সাক্ষাৎকারে সুদীপা বলেন, ‘আমি তো বিশ্বাসই করতে পারছি না যে উনি আমাকে নিয়ে এমন বলেছেন। ছোট থেকে চিনি, আমার দাদার বন্ধু, আমার ছবিতে কাজ করেছেন। খুব অবাক হলাম যে একজন অভিনেত্রী আমার মত একজন সামান্য সঞ্চালিকাকেও নজরে রাখেন।’
এরপর তিনি আরও জানান, ‘শ্রীলেখা নাকি রটিয়ে বেড়ান যে সুদীপা অগ্নিদেবকে অনেক কষে বিয়ে করেছেন! আমার স্বামী আমায় কি উপহার দিচ্ছে সেটাও নজরে রাখেন। এরপরেই অভিনেত্রী বলেন, ‘আমার স্বামী আমায় কি উপহার দিল তাতে ওর কি? উনি কি নজর রাখেন আমাদের ওপর? নাকি ওঁর আমার স্বামীর প্রতি দুর্বলতা আছে?’
এই মন্তব্যের পর মোটেই চুপ থাকেননি শ্রীলেখাও। সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে পাল্টা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘টম ক্রুজ বা হিউ গ্রান্ট এর প্রতি দুর্বলতা থাকতে পারে। আমার মনে হয় ভদ্রমহিলার ভাবতে ভালো লাগে যে আমার স্বামীকে কেউ চাইছে বা ভাবছে বা স্বপ্ন দেখছে। এটা তাঁর ভুল ধারণা। তাঁর যদি এটা ভেবে আনন্দ হয় তাহলে আমি আর কি বলবো!’
শ্রীলেখার এই মন্তব্যের পর চুপ থাকেননি অভিনেত্রী সুদীপা চ্যাটার্জীর স্বামীও। এবার ইঙ্গিতের শুরে তিনিও একটি পোস্ট করেছেন ফেসবুকে। অগ্নিদেব চ্যাটার্জীর (Agnidev Chatterjee) সেই পোস্টে লেখা রয়েছেন, ‘আমি টম কুরুসও নই, আর উনি ক্যামেরন ডিয়াজ নন। আমি ভুত, উনি পেত্নী।’ যদিও কোথাও অভিনেত্রীর নাম নেই তবে নেটিজেনরা ব্যাপারটা বুঝতে পেরে ইতিমধ্যেই কটাক্ষ শুরু করে দিয়েছে।
প্রসঙ্গত, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি চিঠির আকারে পোস্টের মাধ্যমে ক্ষমা চেয়েছেন সুদীপা চ্যাটার্জী। তিনি লিখেছেন, তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হয়তো বোঝতে পারেননি বাকিরা। তবে না বুঝে কাউকে আঘাত করলে দুঃখিত তিনি। শেষে দুর্গাপুজোর আগমনীর বার্তা দিয়ে সকলকে শান্তিতে পুজো কাটানোর শুভেচ্ছাও জানিয়েছেন।