• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনার গয়না নিয়ে অহংকার, নাক উঁচু! ফের নেটিজেনদের কটাক্ষের মুখে রান্নাঘরের সুদীপা

Published on:

রান্নাঘর সুদিপা চ্যাটার্জী Rannaghar Sudipa Chatterjee trolled for earrings

সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) পরিচিত জি বাংলার জনপ্রিয় শো রান্নাঘরের সঞ্চালিকা হিসেবে। এছাড়াও পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের স্ত্রী তিনি। বিভিন্ন কারণেই বারংবার খবরের শিরোনামে থাকেন অভিনেত্রী তথা সঞ্চালিকা। গত প্রায় কয়েক বছর ধরেই রান্নাঘরের সঞ্চালনার ভার সামলে আসছেন তিনি। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয়।

আর সুদীপার এই অনুষ্ঠান যাঁরা দেখেন তাঁরা প্রত্যেকেই কমবেশি জানেন খাওয়া দাওয়ার পাশাপাশি শাড়ি,গয়নার বিষয়েও ভীষণ সৌখিন সুদীপা। সাবেক সাজ, ভারী সোনার গহনা ছাড়া তাকে দেখাই যায়না। কিন্তু এই কারণে তাকে ‘অহংকারী’ তকমাও পেতে হয়েছে।  শাড়ি, গয়না নিয়ে তাঁর দুর্বলতার কথা আগেই প্রকাশ পেয়েছে। যা নিয়ে প্রায়শই নেটিজেনদের ট্রোলের মুখেও পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেনের প্রশ্নের উত্তরে সুদীপা জানিয়েছিলেন গোল্ড প্লেটেড জুয়েলারী ছাড়া তিনি কোনো ইমেটেশন এর গয়না পরেন না। সেসময় তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছিল ব্যাপক বিতর্ক।

জি বাংলা রান্নাঘর Sudipa Chatterjee সুদিপা চ্যাটার্জী

গত কয়েকদিন আগে কোভিডের কবলে পড়ে রান্নাঘরের শ্যুটিং বন্ধ রেখেছেন সুদীপা। এখন তার জুতোয় পা গলিয়ে শো এগিয়ে নিয়ে যাচ্ছেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের শ্যামা ওরফে তিয়াশা রায়। যদিও কৃষ্ণকলির ভক্তরা শ্যামাকে পর্দায় ফিরে উচ্ছ্বসিত হলেও মুখভার রান্নাঘরের নিয়মিত দর্শকদের। এদিকে কোভিড সেরে উঠতেই ফের শ্যুটিং ফ্লোরে সুদীপা ফিরবেন বলেই খবর।

সুদীপা চট্টোপাধ্যায়,রান্নাঘর,জি বাংলা,ট্রোল,sudipa Chatterjee,rannaghor,zee bangla

নিজের কামব্যাককে নেটিজেনদের সামনে সুনিশ্চিত করতে সোমবার ফেসবুকে সুপারস্টার অঙ্কুশ হাজরার সাথে ছবি দিয়েছেন সুদীপা লিখেছিলেন, ‘ব্রাদার ফ্রম ডিফারেন্ট মাদার’। কিন্তু এই ছবির নীচেই সুদীপার উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। সকলের বক্তব্য ‘সুদীপা অহংকারী ‘। নিজের সোনা এবং রূপোর গয়নার শো অফ করেন তিনি। যদিও এক্ষেত্রে সুদীপাও চুপ থাকেননি, তিনিও দু চার কথা শুনিয়ে দিয়েছেন আর তার জেরেই এই ছবির নীচে কমেন্ট সেকশনে চলেছে তর্ক বিতর্কের বন্যা। অনেকে আবার সুদীপার জন্য সাফাইও গেয়েছেন। ধনতেরস সোনার পৈতে বিক্রি করতে গিয়েও ট্রোল হয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥