• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুড়ো তো আছেই, ১ হাজারের শাড়ি বিক্রি করবেন ৫ হাজারে! সুদীপাকে খোঁচা নেটিজেনদের

Published on:

Sudipa Chatterjee brutally trolled on social media

বাংলা বিনোদন জগতে সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) অত্যন্ত পরিচিত একটি নাম। আড়ালে তাঁকে ‘বিতর্কের  শিরোমণি’ বলে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় সুদীপা চ্যাটার্জীর করা মন্তব্য কিংবা কাণ্ডকারখানা দেখে ট্রোল করার কোনও সুযোগই হাতছাড়া করেন না নেটিজেনরা। কিছুদিন আগেই ডেলিভারি বয়দের নিয়ে করা মন্তব্য কিম্বা কখনও স্বামী অথবা সন্তানদের সাথে ছবি দিয়ে ট্রোলের মুখে পড়েছেন সুদিপা।

সদ্য কাঁটা চামচ দিয়ে পান্তা ভাত খেয়েও হাসির খোরাক হয়েছিলেন নেট পাড়ায়। যা দেখে অভিনেত্রীকে এক হাত নিয়েছিলেন নেটিজেনরা। তাই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে কটাক্ষের মুখে পড়া সুদীপার কাছে নতুন কিছু নয়।  সম্প্রতি তেমনই  গুয়াহাটি থেকে কলকাতায় ফেরার পথে ফ্লাইট মিস করেন এই জনপ্রিয় সঞ্চালিকা। সেকথা জানিয়েই এদিন সোশ্যাল মিডিয়ায় সুদিপা লিখেছিলেন ‘একদিনে দু’বার ফ্লাইট মিস করে আমি কি রেকর্ড করলাম? নাকি আমার মতো আরও কেউ আছে?’

Sudipa Chatterjee, Sudipa Chatterjee trolled, Sudipa Chatterjee eating panta bhaat with fork

সঞ্চালিকার ফ্লাইট মিস করার কথা শুনে কমেন্ট সেকশনে সমবেদনা জানানোর পাশাপাশি কেউ একেবারে রে রে করে তেড়ে এসেছিলেন। এমনই একজন মহিলা সুদিপাকে কটাক্ষ করে লিখেছেন ‘বেশ হয়েছে, প্রত্যেকবার করুন। কী অসুবিধা বুড়ো তো আছেই আর তারপর ১০০০ -এর শাড়ি ৫০০০-এ বিক্রি করবেন, আর কিছু লোকজন স্টেটাস মেইনটেন করতে সেগুলো কিনতে যাবে, একদম চাপ নেবেন না’।

জবাবে মাথা ঠান্ডা রেখেই সুদীপা ওই জনৈক নেটিজেনের উদ্দেশ্যে লিখেছেন ‘কি মিষ্টি দেখতে আপনাকে? আমার সম্পর্কে একদম ভুল ধারণা আপনার। তবে,আপনার মুখখানাই বলে, আপনি মানুষটা ভালো। তাই রিপ্লাই করলাম’। অপর একজন লিখেছেন ‘সত্যি কোথাও যাওয়ার ছিল না। ভিউ বাড়াতে ফাও টিকিট কেটেছিলেন নিশ্চয়ই। নয়তো সত্যি কাজ থাকলে কেউ মিস করে না। দু’ঘণ্টা আগে গিয়ে দরকার হলে অপেক্ষা করবেন। এমন নয় যে ফার্স্টটাইম ফ্লাইটে উঠছেন। যে নিয়মকানুন জানেন না।’

সুদীপা চট্টোপাধ্যায়,Sudipa Chatterjee,শাড়ির ব্যবসা,Saree Business,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,প্রতিক্রিয়া,Reaction

তার উদ্দেশ্যেও এদিন  সুদীপা লিখেছেন, ‘আমি এক ঘন্টার রাস্তা সাড়ে তিন ঘন্টাতেও পেরোতে পারিনি। আমার মতো আরো অনেকের ফ্লাইট মিস হয়েছে আজ। রাস্তা জ্যাম কাকে বলে, আজ দেখলাম।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥