• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেখে চেনা দায়! ইস্মার্ট জোড়ির মঞ্চে শ্রীময়ীর অনিন্দ্যর ‘পুষ্পা’ লুক টেক্কা দিল স্বয়ং আল্লু অর্জুনকেও

সুদীপ মুখার্জি,ইস্মার্ট জোড়ি,পুষ্পা,আল্লু অর্জুন,স্টার জলসা,Sudip Mukherjee,allu arjun,ismart jodi,star jalsha

আজকাল দর্শকমহলে দারুন জনপ্রিয় বিভিন্ন ধরনের রিয়্যালিটি শো (Reality Show)। যদিও বাংলার বিনোদনমূলক চ্যানেলগুলোতে রিয়ালিটি শো নতুন নয়। এমন অনেক রিয়ালিটি শো আছে যা বহু দিনের পুরনো। যার একের পর এক ঝলক মাঝেমধ্যেই ভেসে ওঠে ফেসবুকের পাতায়।

বাংলার এমনই বেশ কিছু জনপ্রিয় পুরনো ননফিকশন রিয়্যালিটি শো হল মীরাক্কেল, হাউ মাউ খাউ, ব্যাটা বেটির ব্যাটেল, অপুর সংসার,কে হবেন বিগেস্ট ফ্যান ইত্যাদি। বর্তমানে বাংলার দুই প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল জিবাংলা এবং স্টার জলসায় সিরিয়ালের পাশাপাশি চলছে রিয়ালিটি শোয়ের দাপট। দর্শকদের স্বাদ বদল করতে এখন প্রতি সপ্তাহেই দেখা যায় বেশ কিছু নন ফিকশন শো।

সুদীপ মুখার্জি,ইস্মার্ট জোড়ি,পুষ্পা,আল্লু অর্জুন,স্টার জলসা,Sudip Mukherjee,allu arjun,ismart jodi,star jalsha

দাদাগিরি, দিদি নং ওয়ান, ডান্স বাংলা ডান্স সুপার সিঙ্গার, সারেগামা সহ বেশ কিছু প্রচলিত ধারার শো আমরা দেখেছি। এই তালিকার স্টার জলসার নবতম সংযোজন ‘ইসমার্ট জোড়ি’ (Ismart Jodi) । নতুন এই রিয়ালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন টলিউডের ‘বস’ অর্থাৎ সুপারস্টার জিৎ (Jeet)। বিবাহিত সেলিব্রেটি দম্পতিদের নিয়ে তৈরি এই গেম শোতে প্রতি সপ্তাহেই দেখা যাচ্ছে একের পর এক চমক।

সুদীপ মুখার্জি,ইস্মার্ট জোড়ি,পুষ্পা,আল্লু অর্জুন,স্টার জলসা,Sudip Mukherjee,allu arjun,ismart jodi,star jalsha

এখানে ধারাবাহিক ভাবে খেলছেন জিতু নবনীতা, রাজা মধুবনী, স্বস্ত্রীক ভরত কল, এছাড়াও শ্রীময়ীর অনিন্দ্য খ্যাত সুদীপ মুখোপাধ্যায়। দ্বিতীয় স্ত্রীয়ের সাথে তার দুষ্টু মিষ্টি রসায়ন বেশ মনে ধরেছে সকলের। সম্প্রতি এই মঞ্চে আল্লু অর্জুনের ‘পুষ্পা’ অবতারে ধরা দিয়েছিলেন সুদীপ৷ নিখুঁত মেক আপে তাকে চেনাও হচ্ছিল দায়। স্টাইলে আল্লু অর্জুনকেও হার মানাচ্ছিলেন তিনি। এদিন স্ত্রীয়ের সাথে ‘শ্রীভল্লী’ গানে নাচও করেছেন সুদীপ। জিতের কথার উত্তরে থুতনি দিয়ে হাত বুলিয়ে ‘ঝুকে গা নেহি’ও বলতে সোনা গিয়েছে অভিনেতাকে। সব মিলিয়ে প্রোমো দেখেই আন্দাজ করা যাচ্ছে , যে পর্বটি বেশ জমজমাট হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥