• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘চুম্মা গাইলাম আমি আর সব নিয়ে নিলেন উনি’, অমিতাভ বচ্চনকে খুঁচিয়ে মন্তব্য আসল গায়কের!

Published on:

Sudesh Bhosle Opens up about Amitabh Bacchan Iconic Jumma Chmma de de on The Kapil Sharma Show

‘জুম্মা চুম্মা দে দে … (Jumma Chumma De De)’ নব্বইয়ের দশকের সেই আইকনিক গান সকলের মনেই গেঁথে রয়েছে। ১৯৯০ সালের বলিউডের সুপারহিট ছবি ছিল ‘হাম’। অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) ও রজনীকান্ত অভিনীত সেই ছবির ‘জুম্মা চুম্মা’ গানে কাশ্মীর থেকে কন্যাকুমারী মেতে উঠেছিল। বিগ বি এর জীবনের আইকনিক গানের মধ্যে একটি সেই গান। গানটি গেয়েছিলেন বলিউডের বিখ্যাত গায়ক সুদেশ ভোঁসলে (Sudesh Bhosle)।

আজ দেখতে দেখতে তিন দশকের বেশ সময় পেরিয়ে গিয়েছে। তবে আজও বচ্চনফ্যান থেকে সমস্ত বিনোদনপ্রেমী মানুষের মনে রয়ে গিয়েছে সেই ‘জুম্মা চুম্মা’ গান। তিরিশ বছর পেরিয়েও একই জনপ্রিয়তা বজায় রাখা তো আর যা তা নয়! এবার সেই গান নিয়েই মুখ খুললেন গায়ক সুদেশ ভোঁসলে। তবে তাঁর কথা শুনে একপ্রকার অবাক সকলেই!

AMitabh Bacchanon Jumma Chumma De de

সম্প্রতি কপিল শর্মার শোতে হাজির হয়েছিলেন সুদেশ ভোঁসলে, শৈলেন্দ্র সিং ও অনুপ জলোটা। সংগীতের জগতের তিন মহারথীকে নিয়ে বিশেষ একটি পর্বের আয়োজন করা হয়েছিল। সেখানেই বিখ্যাত ‘জুম্মা চুম্মা’ গান নিয়ে গায়ককে প্রশ্ন করেন কপিল শর্মা। কপিল বলেন, গানটা গোটা ভারতে সুপারহিট হয়েছিল। তারপর পরে প্রিয় কি চুমুই ভাগ করে নেওয়ার জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল?

Sudesh Bhosle at Kapil Sharma Show

কপিলের মুখে এই প্রশ্ন শুনে উত্তরে সুদেশ বলেন, ‘আমি তো আমার প্রতিটা লাইভ গানের অনুষ্টানে এটাই বলি যে গাইলাম আমি আর আর সব নিয়ে নিলেন উনি’। যদিও এক্ষেত্রে অমিতাভ বচ্চনের নাম মুখে আনেননি তিনি, তবে ইঙ্গিত যে তাঁর দিকেই সেটা নেটিজেনরা ঠিকই বুঝতে পেরে গিয়েছে।

প্রসঙ্গত, বিশেষ এই পর্বের একটু প্রোমো  ভিডিও চ্যানেলের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে। প্রোমো ভিডিও প্রকাশ্যে আসতেই বেশ ভাইরাল হয়ে পড়েছে। সাথে জানা গিয়েছে আগামী শনিবার বা রবিবার রাত্রেই দেখা যাবে এই বিশেষ পর্ব। তবে শুধুই আড্ডা নয়, সাথে বেশ কিছু নব্বইয়ের দশকের সুপারহিট গানও এদিন শোনা যাবে দ্য কপিল শর্মা শোয়ের মঞ্চে। তাও আবার আসল গায়কদের গলাতেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥