• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চৈত্র মাসে বিয়ে! শ্রাবন্তীর সাথে প্রেম থেকে বিয়ে নিয়ে মুখ খুললেন পরিচালক শুভ্রজিৎ

Published on:

Subhrajit Mitra rumoured relationship Srabanti Chatterjee

টলিউডের (Tollywood) প্রথম সারির চর্চিত অভিনেত্রীদের তালিকায় প্রথমেই আসে টলি সুন্দরী শ্রাবন্তী চ্যাটার্জীর (Srabanti Chatterjee) নাম। তবে বেশিরভাগ সময়েই শ্রাবন্তীর অভিনয়ের তুলনায় অনেক বেশি চর্চায় উঠে আসে তাঁর ব্যক্তিগত জীবন। তাই বরাবরই সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন অভিনেত্রী।

প্রসঙ্গত প্রেম কিংবা বিয়ে নিয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে নাম জড়ানোর বিষয়টি নতুন নয় একেবারেই। সুন্দরী এই অভিনেত্রী ইতিমধ্যেই বিয়ে করে ফেলেছেন তিন-তিনবার। এরই মধ্যে বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছে অভিনেত্রীর পঞ্চম প্রেমের গুঞ্জন (Relationship Rumour)।

Srabanti Chatterjee

জানা যাচ্ছে ইন্ডাস্ট্রির বাংলা ইন্ডাস্ট্রির এক নামী পরিচালক এর সাথে চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তী। মাঝে মধ্যেই তাঁর সাথে ইতিউতি দেখা যাচ্ছে কফিশপে। শ্রাবন্তীর সাথে শিরোনামে উঠে আসা এই জনপ্রিয় পরিচালক হলেন শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। তাঁরই পরিচালনায় আগামী দিনে দেবী চৌধুরানী চরিত্রে অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী।

তবে এসবের মধ্যেই সম্প্রতি শ্রাবন্তীর সাথে প্রেমের গুঞ্জন নিয়ে আনন্দবাজার অনলাইনে মুখ খুলেছিলেন খোদ পরিচালক শুভ্রজিৎ মিত্র।খানিক বিরক্তি প্রকাশ করেই এদিন শ্রাবন্তীর সাথে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে পরিচালক বলেছেন ‘আমি হ্যাপিলি সিঙ্গল। এগুলো সবই উর্বর মস্তিষ্কের ফল।’ উল্টে এপ্রসঙ্গে সংবাধ্যমের কাছে শুভ্রজিৎ প্রশ্ন করেছেন ‘আমার মতো কাঠখোট্টা লোকের সঙ্গে সকলে কীভাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে জুড়ে দিল?’

Srabanti Chatterjee, Srabanti Chatterjee affair, Srabanti Chatterjee and Subhrajit Mitra
আগামী দিনে পরিচালক রাজর্ষি দে পরিচালিত আসন্ন সিনেমা ‘সাদা রংয়ের পৃথিবীতে’ প্রধান ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী। শোনা যাচ্ছে এই সিনেমাতেই শ্রাবন্তীর অন স্ক্রিন স্বামীর চরিত্রে অভিনয় করতে চলেছেন শুভ্রজিৎ।
পর্দায় পেশার বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করবেন তিনি আর এতেই। দুইয়ে দুইয়ে চার করে ফেলতে শুরু করেন অভিনেত্রীর অনুরাগীদের একাংশ। অনেকেই বলতে শুরু করেন দেবী চৌধুরানীতে কাজের পাশাপাশি আসন্ন সিনেমাতে স্বামী স্ত্রী চরিত্রে অভিনয় করার সূত্রেই জমে উঠেছে শ্রাবন্তী শুভ্রজিতের প্রেম।
টলিউড,Tollywood,শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,প্রেমের গুঞ্জন,Relationship Rumour,শুভ্রজিৎ মিত্র,Subhrajit Mitra
তবে এপ্রসঙ্গেও সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে পরিচালক বলেছেন ‘বিশেষ চরিত্রে অভিনয় করছি আমি। শ্রাবন্তীর স্বামী পেশায় এক জন বিজ্ঞানী। এখানে আর অন্য কোনও প্রসঙ্গ আসতে পারে না। শ্রাবন্তী আমার সহকর্মী। পরিচালক হিসাবে বিভিন্ন আলোচনার জন্য দেখা হয়। এখানে আর তো কোনও অন্য মন্তব্য আসে না’।
প্রসঙ্গত, শুভ্রজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সংম্প্রটি শ্রাবন্তী সাফ জানিয়েছেন, পরিচালককে তিনি দাদার চোখে দেখেন। কফি শপের তাঁদের সাক্ষাৎ কেবলমাত্র কাজের সূত্রে ছিল। তাছাড়া শ্রাবন্তী এখন নিজের কেরিয়ার ছাড়া আর কোনও দিকে মন দিতে চান না বলেই জানিয়েছেন।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥