• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোট্ট যুবান কী শিখবে! দিদির হাতে মদের গ্লাস ‘সেক্সি মাম্মা’ শুভশ্রী খেলেন শুধুই জল

Published on:

কোলে ছোট্ট যুবান (Yuvaan) তাই অধিকাংশ সময় তাকে নিয়ে কাটছে টলিউডের (Tollywood) ‘সেক্সি মাম্মা’ শুভশ্রী গাঙ্গুলির (subhashree ganguly)। ছবির শ্যুটিং আপাতত বন্ধ। আর করোনা আবহে যেহেতু সতর্কতাই একমাত্র পাথেও তাই দরকার ছাড়া খুব একটা বাইরে যাচ্ছেন না সদ্য মা হয়ে ওঠা অভিনেত্রী। তাই বাড়িতেই নিজের প্রিয়জনদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন টলি ডিভা।

এদিন শুভশ্রীর বাড়িতে এসেছিলেন তার দিদি দেবশ্রী গাঙ্গুলি। দিদি দেবশ্রীর সঙ্গে বিশেষ লাঞ্চ ডেটের প্ল্যান করেছিলেন শুভশ্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় বিশেষ মুহূর্তের ছবিও শেয়ার করেছেন শুভশ্রী। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেছে নেট দুনিয়ায়।

এতদিন পর দেখা একটু ওয়াইন না হলে হয়? তাই লাঞ্চের পাশাপাশি ছিল স্পেশাল ওয়াইনের আয়োজনও। তবে দিদি দেবশ্রীর হাতে ওয়াইনের গ্লাস দেখা গেলেও শুভশ্রী জল খেয়েই কাটিয়েছেন। শুভশ্রীর হাতে শুধু জলের বোতল। সামনে ওয়াইন সাজানো থাকলেও তা ছুঁয়েও দেখেননি যুবানের মাম্মা। তবে দিদি বোনের মাঝে না দেখা গিয়েছে যুবানকে না রাজকে। দুই বোন জমিয়ে আড্ডা দিয়েছেন একেবারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥