• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুভশ্রী পুত্র যুবানকে নিজের সন্তানের মত আদর করছেন করিনা! ভাইরাল ছবি ঘিরে শুরু তুমুল জল্পনা

যুবান শুভশ্রী Yuvaan Subhashree

পতৌদি পরিবার (Pataudi Family) আলো করে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মিডিয়ার আলোচনায় চলে আসে সইফ-করিনার প্রথম সন্তান তৈমুর (Taimur)। আর তাই ছোট থেকেই পাপারাৎজিদের সামনে পোজ দিতে ওস্তাদ এই নবাবপুত্তুর। বলিউডের (Bollywood) তৈমুরের ন্যায় টলিউডে (Tollywood) আলোচনার কেন্দ্রে রাজ-শুভশ্রীর পুত্র যুবান (Yuvaan)। আর স্বাভাবিকভাবেই নানাবিধ বিভ্রান্তিমূলক খবরের অংশ হচ্ছে যুবান। সম্প্রতি করিনা কাপুরের (Kareena Kapoor) কোলে বসানো হল রাজের (Raj Chakrabarty) সন্তানকে। এহেন কাণ্ডে বেশ অবাক টলিমহলের একাংশ।

যুবান শুভশ্রী Yuvaan Subhashree

সোশ্যাল মিডিয়া (Social Media) সূত্রে খবর, ছেলের সঙ্গে ক্রমাগত ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করতেই থাকেন রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) ও তাঁর স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। তথ্যসূত্র অনুযায়ী, শুভশ্রীর প্রোফাইল থেকে তাঁর ও যুবানের একটি ছবি নেওয়া হয়। ছবিতে দেখা যায়, একমাত্র সন্তান যুবানকে আদরে ভরিয়ে দিচ্ছেন মা শুভশ্রী। সেই ছবি এডিট (Edit) করে শুভশ্রীর মুখের উপর করিনা কাপুরের মুখ বসানো হয়েছে। সঙ্গে এও দাবি করা হয় যে এই ছবিই নাকি করিনা-সইফের দ্বিতীয় সন্তানের প্রথম ছবি!

বাংলা খবর,Bengali News,বিনোদনের খবর,Entertainment News,করিনা কাপুর,Kareena Kapoor,Saif Ali Khan,সইফ আলী খান,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,Yuvaan Chakraborty,যুবান চক্রবর্তী

পাপাড়রাৎজি হোক বা নেটাগরিক, তারকাদের সন্তানদের নিয়ে কৌতূহল তুঙ্গে থাকে সমস্ত মহলেই। সূত্রের খবরে, গতবছর সেপ্টেম্বরে যুবানের (Yuvaan Chakraborty) জন্ম হয়। তারপর থেকেই লাগাতার গুজবের শিকার যুবান। ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) মেয়ে ভামিকার জন্মের পর বিরাট কোহলির কোলে এডিট করে বসিয়ে দেওয়া হয় যুবানকে। সেবার যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছিলেন শুভশ্রী। যদিও এইবার হয়তো এহেন ঘটনা উপেক্ষা করে যাওয়াই শ্রেয় বলে মনে করছেন রাজ-শুভশ্রী।

যুবান শুভশ্রী Yuvaan Subhashree

ক্লিকবেটের (Clickbet) যুগে যেভাবে তারকা সহ তারকাসন্তানদের ভুয়ো তথ্যের অংশ করা হচ্ছে, তাতে বেশ চিন্তিত সচেতন নাগরিকরা। ছোট বয়সেই রাজ-শুভশ্রীর সন্তানকে এহেন ঘটনার সম্মুখীন হতে দেখে যে বিরক্ত টলিউডের একাংশ, তা নিয়ে সন্দেহ নেই নেটিজেনমহলের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥