• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা ঠাকুমার সঙ্গে ফুরফুরে মেজাজে ছুটি কাটাচ্ছে রাজ-পুত্র যুবান! দেখুন মিষ্টি ছবি

Published on:

Subhasree Ganguly Yuvaan

টলিউডের অন্যতম খ্যাতনামা জুটির তালিকায় বর্তমানে সবার উপরে থাকবে রাজ-শুভশ্রীর (Raj Chakraborty, Subhashree Ganguly) নাম। তবে তাঁদের রোম্যান্স বা ছবির কারণে নয়, বর্তমানে তাঁদের জনপ্রিয়তার কারণ সদ্যোজাত যুবান (Yuvaan)। বলিউডের নবাব-পুত্র তৈমুরের (Taimoor) মত রাজ-পুত্র যুবানও যে বেশ স্মার্ট, তা ইতিমধ্যেই বেশ বুঝতে পেরেছে পাপারাৎজিরা!

Subhasree Ganguly Yuvaan

সম্প্রতি @rajchoco নামক ইন্সটা হ্যান্ডেল থেকে যুবানের ছবি পোস্ট করেছেন রাজ চক্রবর্তী। স্ত্রী শুভশ্রী ও ঠাকুমার সঙ্গে বেশ খোশমেজাজে রোদ পোহাতে দেখা গেল যুবানকে। ইন্সটাগ্রামে (Instagram) সর্বমোট পাঁচটি ছবি ছেড়েছেন রাজ। সাদা বেবিড্রেসে যে যুবানকে কতটা মিষ্টি লাগছে, তা কমেন্টবক্স দেখলেই আঁচ করা সহজ।

Subhasree Ganguly Yuvaan

ছবিগুলোর ক্যাপশনে রাজ চক্রবর্তী লিখেছেন : হলিডে মুড (Holiday mood)। সঙ্গে হ্যাশট্যাগ হিসেবে পরিবার, আনন্দ ও যুবানের নাম জুড়ে দিয়েছেন রাজ। ছবিতে তিনি স্ত্রী শুভশ্রীকে ট্যাগ করতেও ভোলেননি। ইতিমধ্যেই প্রায় ১১,৪৭২টি লাইক পড়েছে ছবিগুলিতে। মাত্র ১ ঘন্টা আগে পোস্ট করা ছবিতে কমেন্টের সংখ্যাও ছড়িয়েছে ১২০-এর মাত্রা। ঠিক ৯দিন আগে নিজস্ব ইন্সটা-হ্যান্ডেল থেকে রাজ ও যুবানের ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী। সেখানেও লাইকের সংখ্যা ছাড়াই ৯৩,০০০! কাজেই জন্মানোর পর থেকেই যে রাতারাতি সেলেব যুবান, সে কথা নিঃসন্দেহে স্বীকার করছেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥