• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী! নির্বাচনের আগে স্ত্রী শুভশ্রীর সঙ্গে জগন্নাথ দেবের মন্দিরে রাজ চক্রবর্তী

বেজে গেছে ২১ এর বিধানসভা ভোটের দামামা। এই ভোটকে ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনা। ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই রাজনীতিতে যোগ দিয়েছেন একঝাঁক টলিতারকা। কেউ জোড়াফুল তো কেউ পদ্মফুল। বিনোদন জগতের সঙ্গে রাজনীতির যোগসূত্র আজকের নয়, কিন্তু আসন্ন নির্বাচনের আগে এবার একেকটা রাজনৈতিক দল যেন কার্যত প্রোডাকশন হাউজ।

রাজ চক্রবর্তী,শুভশ্রী গাঙ্গুলি,বিধানসভা নির্বাচন ২০২১,যুবান,জগন্নাথ মন্দির,Raj Chakraborty,Subhasree Ganguly,Assembly Election 2021,Yuvaan,Jagannath Temple,puri

   

ইতিমধ্যেই তৃণমূলে নাম লিখিয়েছেন,ধারাবাহিক থেকে টলিপাড়ার অতি জনপ্রিয় কিছু তারকা যেমন দীপঙ্কর দে, সৌপ্তিক-রনিতা, ভরত কল, মানালি দে, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, ফুটবলার মনোজ তিওয়ারির মতো হেভিওয়েট তারকারা। ফেব্রুয়ারিতেই নাম লিখিয়েছেন রাজ চক্রবর্তী। যোগ দেওয়ার পর তৃণমূলের তরফে ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় রাজকে।

raj chakraborty tmc

আর তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর থেকেই কোমর বেঁধে প্রচারে নেমে গিয়েছেন রাজ। আদিবাড়ি হালিশহরে থেকেই ভোটের প্রচার সারছেন তিনি। যুবান শুভশ্রীকে ছেড়ে এখন তার সমস্ত ধ্যান জ্ঞান আসন্ন ভোটেই। যুবানের ৬ মাসের জন্মদিনেও থাকতে পারেননি রাজ, কিন্তু তাতে বিন্দু মাত্র রাগ নেই শুভশ্রী যুবানের বরং সর্বতভাবে তিনি স্বামীর পাশে থাকারই চেষ্টা করেছেন।

রাজ চক্রবর্তী,শুভশ্রী গাঙ্গুলি,বিধানসভা নির্বাচন ২০২১,যুবান,জগন্নাথ মন্দির,Raj Chakraborty,Subhasree Ganguly,Assembly Election 2021,Yuvaan,Jagannath Temple,puri

এবার ভোটের আগে ভগবান জগন্নাথের আশীর্বাদ নিতে পুরীর মন্দিরে উড়ে গেলেন রাজ এবং শুভশ্রী।বউ আর সহকর্মীদের নিয়েই পুরী গিয়েছিলেন তিনি।আর পুরীতে কাটানো নানান মুহূর্ত নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন রাজ। এদিন সাদাবস্ত্র পরেই জগন্নাথ দেবের পুজো সারেন দুই তারকা।।

site