শুভশ্রী (Subhasree ganguly) এবং রাজের (raj Chakraborty) পুত্র ছোট্ট যুবান (yuvaan) এখন টলিপাড়ার চোখের মণি। ৫ মাস আগেই দুই থেকে তিন হয়েছেন রাজশ্রী। আর এখন ছোট্ট একরত্তিকে নিয়েই কেটে যাচ্ছে সময়। পেট থেকে পড়েই রাতারাতি তারকা যুবান। জনপ্রিয়তার দৌড়ে বাবা মায়ের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই সে। ইতিমধ্যেই গড়ে উঠেছে তার অসংখ্য ফ্যান ক্লাব।
মিষ্টি যুবানকে দেখার জন্য এক্কেবারে মুখিয়ে থাকে তার ফ্যানেরা। আর খুদের দেখা মিললেই নিমেষে তা দাবানলের মত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। আস্তে আস্তে বড় হচ্ছে যুবান। এতদিন মা বা বাবার কোলে শান্ত হয়েই শুয়ে থেকেছে সে। কিন্তু এবার সে দেখতে পা দিয়েছে ৫ মাসে। মুখে আওয়াজ করতে শিখেছে, ক্যামেরার সামনে পোজ দিতেও শিখেছে।
আর সোশ্যাল মিডিয়াতে ছোট্ট যুবানের ছবি বা ভিডিও দিলেই নিমেষে ভাইরাল হয়ে পরে তা। সম্প্রতি ছোট্ট যুবানকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন বাবা রাজ চক্রবর্তী। ভিডিওটি দেখলে বোঝাই যাচ্ছে সম্ভবত স্বরস্বতী পুজোর দিনেই তোলা হয়েছে ভিডিওটি।
ভিডিওতে ছোট্ট যুবানকে কোলে নিয়ে হাওয়ায় ভাসানোর ভঙ্গিতে সামনে পিছনে করছেন শুভশ্রী। আর তাতেই দারুন খুশি ছোট্ট যুবান, তার কাছে এটা একটা আলাদাই অনুভূতি। খিলখিলিয়ে হেসে উঠে সেটা জানান দিচ্ছে ছোট্ট যুবান। আর যুবানের এই কিউট ভিডিওই শেয়ার করেছেন বাবা রাজ চক্রবর্তী।
ভিডিওটি শেয়ার হবার পর মুহূর্ত থেকেই তাতে লাইক আর কমেন্টের ঝড় উঠে গিয়েছে। ভিডিও শেয়ার হবার ২ ঘন্টার মাথাতেই তাতে প্রায় ভিউ ১ লক্ষ ছুঁই ছুঁই। তাহলেই বুঝুন এই বয়সেই কতটা জনপ্রিয় ছোট্ট যুবান।
View this post on Instagram